লন্ডন: করোনাভাইরাসের কবল থেকে মুক্ত হয়ে পুরোপুরি সুস্থ বরিস জনসন। ব্রিটিশ প্রধানমন্ত্রী সোমবার কাজেও যোগ দিয়েছেন। তার মধ্যেই খুশির খবর, তিনি পুত্রসন্তানের বাবা হয়েছেন। ডাউনিং স্ট্রিটের তরফে বুধবার এখবর দিয়ে জানানো হয়েছে, জনসনের প্রেমিকা ক্যারি সাইমন্ডস ছেলের জন্ম দিয়েছেন।
মাসখানেক আগেই কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর তাঁর প্রাণ সংশয় হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল বলে সোমবার ফের দায়িত্বভার গ্রহণ করে বলেছিলেন জনসন। ঘটনাচক্রে, সাইমন্ডসেরও কোভিড-১৯ সংক্রমণের লক্ষণ ছিল। যদিও তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
মা ও সন্তান, দুজনেই ভাল আছে বলে খবর। বাচ্চার জন্ম হয়েছে লন্ডনের এক হাসপাতালে।
গত জুলাইয়ে জনসন প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তিনি ও সাইমন্ডস ডাউনিং স্ট্রিটেই একসঙ্গে থাকতেন। ফেব্রুয়ারিতে তাঁরা প্রথম সন্তানের বাবা-মা হতে চলেছেন বলে ঘোষণা করেন।
বাবা হওয়ার খবর ছড়াতেই শুভেচ্ছাবার্তা পাচ্ছেন জনসন। দেশের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক ট্যুইট করেন, বরিস ও ক্যারির কথা ভেবে শিহরিত হচ্ছে। এমন নিখাদ আনন্দের মুহূর্ত সত্যিই চমত্কার।
জনসনের আগে বিয়ে হয়েছিল মেরিনা হুইলার নামে এক মহিলার সঙ্গে। তাঁদের চারটি সন্তান। ২০১৮র সেপ্টেম্বর দুজনে আলাদা হয়ে যাওয়ার কথা ঘোষণা করেন। চলতি বছরের শুরুতে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।
সোমবার কাজে ফিরেছেন, প্রেমিকার পুত্রসন্তান, বাবা হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Apr 2020 04:25 PM (IST)
মাসখানেক আগেই কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর তাঁর প্রাণ সংশয় হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল বলে সোমবার ফের দায়িত্বভার গ্রহণ করে বলেছিলেন জনসন। ঘটনাচক্রে, সাইমন্ডসেরও কোভিড-১৯ সংক্রমণের লক্ষণ ছিল। যদিও তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -