সম্প্রতি একটি সাক্ষাৎকারে ফারহা আবারও বললেন, ‘আমি জানি বলিউড খুব গভীর চিন্তা ভাবনা করার ইন্ডাস্ট্রি নয়!’
তিনি আরও বললেন,..
‘আমি সকলের কাছে ক্ষমা চাইছি যাঁরা ভয় পেয়ে গেছেন।...আপনারা ওয়ার্কআউট করুন। আমিও রোজ এক ঘণ্টা করে ব্যালকনিতে হাঁটছি।...আমি এই পরিস্থিতিতে চিন্তাভাবনাহীনতা দেখে বিরক্ত হয়েছিলাম। এটা বিশ্বব্যাপী পার্টি নয়, এটা বিশ্বব্যাপী অতিমারী।’
যদিও করোনা পরিস্থিতিতে অনেক তারকাই অনেক অনুদান করেছেন, তবুও তার মধ্যে একটা ‘আমায় দেখুন, আমায় দেখুন’ ভাব আছে, বলে মন্তব্য পরিচালক-কোরিওগ্রাফার ফারহা খানের।
বিশেষ কাউকে নিশানা করেও তিনি এ কথা বলেননি, জানান ফারহা। তাঁর ১২ বছরের ছেলেমেয়েরা রাস্তার কুকুরদের খাওয়াচ্ছে, ছেলে চাইছে গান লিখে সাহায্য করতে। এটা আতিশয্য দেখানোর সময় নয়, সোজাসাপটা মন্তব্য তাঁর।
সম্প্রতি লকডাউনে জিমে যেতে পারছেন না বলে বাড়িতেই এক্সারসাইজ করার ভিডিও পোস্ট করেন ক্যাটরিনা কাইফ, অর্জুন কপূর, জ্যাকলিন ফার্নান্ডেজ, শিল্পা শেট্টিরা।