কাঠুয়া(জম্মু): আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার অন্তর্গত হীরানগর সেক্টরে ফের সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ করল পাকিস্তান।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বিনা প্ররোচনায় ভারতীয় সামরিক ছাউনি এবং হীরানগর অঞ্চলে বসবাসকারী সাধারণ নাগরিকদের লক্ষ্য করে গোলাগুলি বর্ষণ শুরু করে পাক রেঞ্জার্স। পাল্টা জবাব দেয় ভারতীয় ফৌজ। বিএসএফ জানিয়েছে, গুলিবর্ষণ শুরু হয় শনিবার রাতে। চলে রবিবার ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত।
গত এক বছরে যে হারে সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গের পরিমাণ বাড়িয়েছে পাকিস্তান, তাতে উদ্বেগপ্রকাশ করেছে ভারতীয় বাহিনী। উপরন্তু, পাকিস্তান এখন সাধারণ নাগরিকদের বেশি করে টার্গেট করে চলেছে। ফলত, উদ্বেগের আশঙ্কাও বেড়ে গিয়েছে। বিষয়টি নিয়ে হটলাইনের মাধ্যমে পাকিস্তানের কাছে অভিযোগ দায়ের করেছে ভারতীয় সেনা।