ব্রুকলিনে বন্দুকবাজের হামলা, হত ৪
Web Desk, ABP Ananda | 12 Oct 2019 11:28 PM (IST)
নিউ ইয়র্ক পুলিশ বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় সময় অনুযায়ী শনিবার সকাল সাতটা নাগাদ এই ঘটনা ঘটে।
ছবি সৌজন্যে ট্যুইটার
নিউ ইয়র্ক: ফের নিউ ইয়র্কে বন্দুকবাজের হামলা। এবার ব্রুকলিনের ক্রাউন হাইটস সোশ্যাল ক্লাবে বন্দুকবাজের হামলায় চার জনের মৃত্যু হল। এক মহিলা-সহ তিন জন আহত হয়েছেন। এই শ্যুটআউটের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। নিউ ইয়র্ক পুলিশ বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় সময় অনুযায়ী শনিবার সকাল সাতটা নাগাদ এই ঘটনা ঘটে। সেই সময় ওই ক্লাবের ভিতরে অন্তত ১৫ জন ছিলেন। তাঁরা তাস ও ডাইস খেলছিলেন। তখনই হঠাৎ গুলি চলতে শুরু করে। কী কারণে এই হামলা, সেটা এখনও স্পষ্ট নয়। নিহতদের বয়স ৩২ থেকে ৪৯ বছরের মধ্যে।