নয়াদিল্লি -  রবিবার সকালে মুম্বইয়ের চারনি অঞ্চলের বহুতল বাসভবনে অগ্নিকাণ্ড। ছুটির দিনের সাতসকালে আগুন লাগে বানিজ্য নগরীর ড্রিমল্যান্ড সিনেমার কাছের একটি বাসভবনে। ঘটনাস্থলে আপাতত কাজ করছে দমকল। আটকে পড়া মানুষদের উদ্ধারের কাজ চলছে। এখনও অবধি আট জনকে উদ্ধার করেছেন দমকল কর্মীরা। জোরকদমে চলছে উদ্ধারকার্য। আগুন লাগার উপযুক্ত কারণ এখনও জানা যায় নি। এখনও অবধি কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এখন আগুন নিয়ন্ত্রনে এলেও কাজ করছেন দমকল কর্মীরা।




মুম্বইতে অগ্নিকান্ডের ঘটনা নতুন নয়। গত মাসেই মুম্বইয়ের দাদার অঞ্চলে। ১৬ জন আহত হয়েছিলেন সেই ঘটনায়।