জব্বলপুর: মধ্য প্রদেশের জব্বলপুরের শহরের পুলিশ সুপার রোহিত কেশভানি করোনা পজিটিভ। ইন্দোরে ২ মহিলা চিকিৎসকের ওপর হামলায় অভিযুক্ত জাভেদ খানের সংস্পর্শে আসেন তিনি। একটি মহল্লায় চিকিৎসা করতে যাওয়া ওই দুই চিকিৎসকের ওপর এলাকার মানুষ ইট পাথর নিয়ে হামলা চালায়, অভিযোগ, জাভেদও ছিল সেই দুষ্কৃতীদের মধ্যে। ভাইরাল হয়ে যায় ঘটনার ভিডিও।
করোনার লক্ষণ আছে কিনা জানতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ওই দল ইন্দোরের টাট পাত্তি বাখাল মহল্লায় গিয়েছিল। তখনই তাদের ওপর ছোঁড়া হয় ইট পাটকেল, এতে ২ মহিলা চিকিৎসক জখম হন। নিজেদের বাঁচাতে লুকিয়ে পড়েন তাঁরা, শেষমেষ উদ্ধার করে পুলিশ। পিপিই-র নীল পোশাক পরা চিকিৎসকদের দৌড়ে প্রাণ বাঁচানো ও তাঁদের ওপর জনতার ইট পাথর ছোঁড়ার ভিডিও গোটা দেশে ভাইরাল হয়ে যায়। জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয় অন্যতম অভিযুক্ত জাভেদকে, দেখা যায় তার করোনা হয়েছে। তাকে নিয়ে যাওয়া হয় জব্বলপুর মেডিক্যাল কলেজের করোনা ওয়ার্ডে। সেখান থেকে চম্পট দেয় অভিযুক্ত। তাকে গ্রেফতার করা হয় নরসিংপুর জেলা থেকে।
পুলিশের যে দলটি জাভেদকে গ্রেফতার করতে গিয়েছিল তাদের কোয়ারান্টাইন করা হয়েছে। পুলিশ সুপার রোহিত কেশভানিও ওই দলে ছিলেন। তিনি করোনা পজিটিভ, বাকিদেরও ডাক্তারি পরীক্ষা হবে।
ইন্দোরে চিকিৎসকদের ওপর হামলার অভিযুক্তের করোনা, সংস্পর্শে এসে সংক্রমিত জব্বলপুরের পুলিশ সুপারও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Apr 2020 09:49 PM (IST)
পুলিশের যে দলটি জাভেদকে গ্রেফতার করতে গিয়েছিল তাদের কোয়ারান্টাইন করা হয়েছে। পুলিশ সুপার রোহিত কেশভানিও ওই দলে ছিলেন। তিনি করোনা পজিটিভ, বাকিদেরও ডাক্তারি পরীক্ষা হবে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -