ওয়াশিংটন: করোনা মহামারী মোকাবিলায় ত্রাণ তহবিলে সাহায্য করতে নিজের মালিকানাধীন একটি সংস্থার ১০০ কোটি মার্কিন ডলার মূল্যের শেয়ার বিক্রি করতে চলেছেন ট্যুইটারের সিইও জ্যাক ডোরসে।
এদিন একাধিক ট্যুইটের মাধ্যমে নিজের এই সিদ্ধান্তের কথা জানান ডোরসে। সেখানে লেখেন, ওই অর্থ তাঁর মোটি সম্পত্তির ২৮ শতাংশ। জানা গিয়েছে, স্কোয়্যার ইনকর্পোরেশন নামে ডোরসের নিজস্ব একটি পেমেন্ট প্রসেসিং সংক্রান্ত সংস্থা রয়েছে।
সেই সংস্থায় তাঁর যে শেয়ার রয়েছে, তার মধ্যে থেকে ১০০ কোটি মার্কিন ডলার মূল্যের শেয়ার তিনি দান করবেন। অনুদান যাবে স্টার্ট স্মল এলএলসি নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থায়-- যাঁর নেতৃত্বে রয়েছেন ডোরসে নিজেই। তিনি বলেছেন, ওই অর্থ মেয়েদের স্বাস্থ্য ও শিক্ষা এবং সকলের ন্যূনতম আয়ের লক্ষ্যে খরচ করা হবে।
<
/code>
এতদিন ডোরসের এই স্বেচ্ছাসেবী সংস্থার যাবতীয় আয়-ব্যয় গোপন রাখা হতো। কিন্ত, ট্যুইটার সিইও জানিয়েছেন, এখন থেকে তা জনগণের জন্য মুক্ত করে দেওয়া হল। ফোর্বসের বিচারে ডোরসের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৩০ কোটি মার্কিন ডলার।
প্রসঙ্গত, বর্তমানে কোভিড-১৯ সংক্রমণের হটস্পটে পরিণত মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবারের হিসেব অনুযায়ী, সেখানে করোনায় মোট আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৪ লক্ষ। মৃত্যু হয়েছে প্রায় ১৫ হাজার মানুষের।