করোনা রুখতে প্রধানমন্ত্রীর উপদেশমতো আয়ুর্বেদিক পদ্ধতিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছি, অস্ট্রিয়া থেকে বললেন সেলিনা জেটলি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Apr 2020 09:08 AM (IST)
ভারতের মত বিশাল জনবহুল দেশ যে ভাবে করোনা সামলাচ্ছে, তাতে সেলিনা মুগ্ধ। তাঁর মতে, ভারতীয়রা ভাগ্যবান, এই সঙ্কটের সময়ে প্রধানমন্ত্রী মোদীর মত সাহসী ও সিদ্ধান্ত নিতে সক্ষম নেতাকে পেয়েছে তারা।
NEXT
PREV
মুম্বই: বিদেশী স্বামীর সঙ্গে দীর্ঘদিন হল অস্ট্রিয়ায় সেটল করেছেন সেলিনা জেটলি। তিনটি সন্তান আছে তাঁদের। সেখান থেকে সেলিনা জানালেন, ইউরোপে ছড়িয়ে পড়া করোনার হাত থেকে কীভাবে তিনি সুরক্ষিত রাখছেন তাঁর পরিবারকে।
অন্যান্য ইউরোপীয় দেশের মত অস্ট্রিয়াতেও এখন লকডাউন চলছে। খাবারের দোকান ছাড়া সব দোকান বন্ধ। সীমান্তগুলি সিল করে দেওয়া হয়েছে, বন্ধ বিমান চলাচল। স্কুল, বিশ্ববিদ্যালয় বন্ধ, পড়াশোনা চলছে অনলাইনে। রেস্তোঁরা, সিনেমা হল, যে সব অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সব বন্ধ রাখা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। কোথাও ৫ জনের বেশি মানুষকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। দেশবাসীকে অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন ঘরে থাকেন এই দুঃসময়ে।
এই সময়টা নতুন নতুন কাজে নিজেকে ব্যস্ত রাখছেন সেলিনা। বাচ্চাদের দেখাশোনা, ইমেল পাঠানোর মত কাজ যেমন করতে হচ্ছে, তেমনই তিনি শিখছেন নতুন একটি বিদেশি ভাষা, রান্না করছেন নতুন নতুন আন্তর্জাতিক ডিশ। প্রিয় ক্লাসিকগুলো আবার পড়ছেন, বাচ্চাদের ছোটবেলাকার নাচ দেখিয়ে ভয় দেখাচ্ছেন, আর হাঁটছেন প্রচুর। মাঝে মাঝেইে হাঁটতে বার হচ্ছেন আলপাইনের ঘন জঙ্গলে।
তিন ছেলে সেলিনার, তিনজনই ছোট। এই করোনা আবহে তাদের যত্নে তিনি মেনে চলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেশ। আয়ুর্বেদীয় মতে পরিবারের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছেন, আমিষ ছেড়ে নিরামিশাষী হয়ে গিয়েছে তাঁর পরিবার। টাটকা ফল, শাকসবজি আর বেশি করে ভিটামিন সি- করোনা রুখতে এই পথ্য মেনে চলছেন তিনি। বরাবরই খাবারদাবার নিয়ে তিনি খুব সতর্ক আর এখন পুরোপুরি নিরামিশাষী হয়ে গিয়ে শারীরিকভাবে উপকৃত হয়েছেন তাঁরা। সেলিনা জানিয়েছেন, এতদিন দেশের বাইরে থেকেও দেশকে ভুলতে পারেননি তিনি। তাঁরা ৪ প্রজন্মের সেনা পরিবার, তিনি অত্যন্ত দেশপ্রেমিক। সিজনস গ্রিটিংস-আ ট্রিবিউট টু ঋতুপর্ণ ঘোষ- ছবি নিয়ে ট্যুর করার কথা ছিল তাঁর, করোনায় তাও বন্ধ হয়ে গিয়েছে।
ভারতের মত বিশাল জনবহুল দেশ যে ভাবে করোনা সামলাচ্ছে, তাতে সেলিনা মুগ্ধ। তাঁর মতে, ভারতীয়রা ভাগ্যবান, এই সঙ্কটের সময়ে প্রধানমন্ত্রী মোদীর মত সাহসী ও সিদ্ধান্ত নিতে সক্ষম নেতাকে পেয়েছে তারা। এ জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
মুম্বই: বিদেশী স্বামীর সঙ্গে দীর্ঘদিন হল অস্ট্রিয়ায় সেটল করেছেন সেলিনা জেটলি। তিনটি সন্তান আছে তাঁদের। সেখান থেকে সেলিনা জানালেন, ইউরোপে ছড়িয়ে পড়া করোনার হাত থেকে কীভাবে তিনি সুরক্ষিত রাখছেন তাঁর পরিবারকে।
অন্যান্য ইউরোপীয় দেশের মত অস্ট্রিয়াতেও এখন লকডাউন চলছে। খাবারের দোকান ছাড়া সব দোকান বন্ধ। সীমান্তগুলি সিল করে দেওয়া হয়েছে, বন্ধ বিমান চলাচল। স্কুল, বিশ্ববিদ্যালয় বন্ধ, পড়াশোনা চলছে অনলাইনে। রেস্তোঁরা, সিনেমা হল, যে সব অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সব বন্ধ রাখা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। কোথাও ৫ জনের বেশি মানুষকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। দেশবাসীকে অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন ঘরে থাকেন এই দুঃসময়ে।
এই সময়টা নতুন নতুন কাজে নিজেকে ব্যস্ত রাখছেন সেলিনা। বাচ্চাদের দেখাশোনা, ইমেল পাঠানোর মত কাজ যেমন করতে হচ্ছে, তেমনই তিনি শিখছেন নতুন একটি বিদেশি ভাষা, রান্না করছেন নতুন নতুন আন্তর্জাতিক ডিশ। প্রিয় ক্লাসিকগুলো আবার পড়ছেন, বাচ্চাদের ছোটবেলাকার নাচ দেখিয়ে ভয় দেখাচ্ছেন, আর হাঁটছেন প্রচুর। মাঝে মাঝেইে হাঁটতে বার হচ্ছেন আলপাইনের ঘন জঙ্গলে।
তিন ছেলে সেলিনার, তিনজনই ছোট। এই করোনা আবহে তাদের যত্নে তিনি মেনে চলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেশ। আয়ুর্বেদীয় মতে পরিবারের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছেন, আমিষ ছেড়ে নিরামিশাষী হয়ে গিয়েছে তাঁর পরিবার। টাটকা ফল, শাকসবজি আর বেশি করে ভিটামিন সি- করোনা রুখতে এই পথ্য মেনে চলছেন তিনি। বরাবরই খাবারদাবার নিয়ে তিনি খুব সতর্ক আর এখন পুরোপুরি নিরামিশাষী হয়ে গিয়ে শারীরিকভাবে উপকৃত হয়েছেন তাঁরা। সেলিনা জানিয়েছেন, এতদিন দেশের বাইরে থেকেও দেশকে ভুলতে পারেননি তিনি। তাঁরা ৪ প্রজন্মের সেনা পরিবার, তিনি অত্যন্ত দেশপ্রেমিক। সিজনস গ্রিটিংস-আ ট্রিবিউট টু ঋতুপর্ণ ঘোষ- ছবি নিয়ে ট্যুর করার কথা ছিল তাঁর, করোনায় তাও বন্ধ হয়ে গিয়েছে।
ভারতের মত বিশাল জনবহুল দেশ যে ভাবে করোনা সামলাচ্ছে, তাতে সেলিনা মুগ্ধ। তাঁর মতে, ভারতীয়রা ভাগ্যবান, এই সঙ্কটের সময়ে প্রধানমন্ত্রী মোদীর মত সাহসী ও সিদ্ধান্ত নিতে সক্ষম নেতাকে পেয়েছে তারা। এ জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -