মুম্বই: ঠাকুর সাহাব চলে গিয়েছেন। চলে গিয়েছে গব্বর সিংহও। আজ সুর্মা ভোপালির শেষকৃত্য। বলিউড শ্রদ্ধা জানাল শোলে-র এই প্রবাদপ্রতিম অভিনেতাকে।

জগদীপ নামে তিনি বলিউডে পরিচিত হলেও আসল নাম ছিল সৈয়দ ইসতিয়াক আহমেদ জাফরি। জনি ওয়াকার, মেহমুদ ঘরানার শেষতম কমিক আইকন। ৮১ বছরের অভিনেতা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। ৪০০-র ওপর ছবিতে অভিনয় করা জগদীপের প্রথম ছবি আফসানা মুক্তি পায় ১৯৫১-য়। সেটা বিআর চোপড়ারও প্রথম পরিচালনা। বিমল রায়ের মত পরিচালকের সঙ্গে কাজ করেছেন, দো বিঘা জমিন-এ জুতো পালিশ করা লালু উস্তাদের ভূমিকায় দেখা যায় তাঁকে। শামি কপূরের ব্রহ্মচারী-তে প্রথম কমিক চরিত্র করেন। কিন্তু জগদীপকে চিরস্মরণীয় করে দেয় শোলে-র সুর্মা ভোপালি।  অজয় দেবগণ, মনোজ বাজপেয়ী, রবীনা ট্যান্ডন, জনি লিভার, অভিষেক বচ্চন, আয়ুষ্মান খুরানা, রণবীর সিংহ- বলিউড শ্রদ্ধাত্রাপন করেছে তাঁকে। ইশকিয়া-য় তাঁর চরিত্রের পিছনে জগদীপের অনুপ্রেরণা ছিল, লিখেছেন আর্শাদ ওয়ার্সি।