রোজনা (স্লোভেনিয়া): জাতকেন্দ্রিক বৈষম্যের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিবাদ বিক্ষোভের জেরে আমেরিকায় ঐতিহাসিক স্মৃতিসৌধ ভাঙচুর, নষ্ট করা হলে কড়া হাতে মোকাবিলার হুঁশিয়ার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।


তার মধ্য়েই মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের কাঠের মূর্তিতে আগুন লাগানো হল তাঁর নিজের দেশ স্লোভেনিয়ায় যেখানে তাঁর ঘর, সেই সেভনিকার কাছেই। ৪ জুলাই রাতে আমেরিকার নাগরিকরা যখন মার্কিন স্বাধীনতা দিবস উদযাপনে ব্যস্ত, তখনই মেলানিয়ার কাঠের ভাস্কর্য্য পোড়ানো হয় বলে জানিয়েছেন সেটি বসানোর ভারপ্রাপ্ত ব্র্যাড ডাউনি।


৫ জুলাই পুলিশ তাঁকে ঘটনাটি জানানোর পরপরই তিনি রং লেপে, মেলানিয়ার বিকৃত করে দেওয়া মূর্তিটি সরিয়ে ফেলার বন্দোবস্ত করেন বলে সংবাদসংস্থাকে জানিয়েছেন বার্লিনকে কেন্দ্র করে  কাজকর্ম করা এই মার্কিন শিল্পী। কেন এমন করা হল, জানতে চান তিনি।  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় অভিবাসন কমাতে দৃঢ়প্রতিজ্ঞ, কিন্তু বিয়ে করেছেন অভিবাসী মেলানিয়াকে।  সেই মেলানিয়ার মূর্তির জন্য় আমেরিকার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হবে বলে আশা করেছিলেন তিনি।


ওয়াশিংটনে মেলানিয়ার দপ্তর থেকে তাত্ক্ষণিক কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। ডাউনি বলেছেন, তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন, মেলানিয়ার মূর্তি পোড়ানোয় যুক্তদের দেখা পেলে তাঁদের সাক্ষাত্কার নিতে চান, স্লোভেনিয়ায় সেপ্টেম্বরে তাঁর প্রদর্শনীর আগে একটি ছবি বানাচ্ছেন, সেজন্য।


স্থানীয় পুলিশের মুখপাত্র অ্যালেনকা ড্রেনিক বলেছেন, তদন্ত এখনও শেষ হয়নি, তাই পরবর্তী প্রক্রিয়ার স্বার্থে এখনও বিস্তারিত কিছু বলতে পারছি না। গত জানুয়ারিতে স্থানীয় এক শিল্পীর ডিজাইন করা ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে একটি কাঠের স্ট্যাচুও পোড়ানো হয়েছিল স্লোভেনিয়ার রাজধানী লুবজানার পূর্ব দিকের মোরাভসে শহরে।