মুম্বই: সুর্মা ভোপালিকে শ্রদ্ধা জানালেন জয়। শোলে-র নায়ক ব্লগে লিখেছেন, গত রাতে আরও এক রত্ন হারালাম আমরা। লাখ লাখ মানুষ তাঁকে ভালবাসতেন। শোলে ছবিতে অল্প সময় দেখা গিয়েছিল জগদীপকে। কিন্তু সেই কয়েকটি মুহূর্তই উজ্জ্বল করে দিয়েছিল তাঁর অভিনয়ের জাদু। তাঁকে স্মরণ করে অমিতাভ বচ্চন লিখেছেন, গত রাতে আর একটি রত্ন হারালাম... জগদীপ... অসামান্য কৌতুকী দক্ষতার অভিনেতা প্রয়াত হয়েছেন... নিজের একটি সম্পূর্ণ অন্যরকম স্টাইল তৈরি করেছিলেন... বেশ কিছু ছবিতে তাঁর সঙ্গে অভিনয়ের সম্মান পেয়েছি... দর্শকদের মনে আছে শোলে এবং শাহেনশা-র মত ছবি.. নম্র প্রকৃতির মানুষ... অসংখ্য মানুষের ভালবাসা পেয়েছেন। সেলিম খানের সঙ্গে সুর্মা ভোপালির ডায়ালগ লিখেছিলেন সুরকার জাভেদ আখতার। তিনি টুইটারে লিখেছেন, দো বিঘা জমিন-এর শিশু শিল্পী থেকে শুরু। তারপর ভাবি, পতঙ্গ। কমেডি ছিল তাঁর দ্বিতীয় সফল অধ্যায়। অসাধারণ অভিনেতা, পুরোপুরি ব্যবহৃত হননি। গুড বাই স্যার। শোক প্রকাশ করেছেন জাভেদের ছেলে অভিনেতা ফারহান আখতারও। দেশের অন্যতম সেরা অভিনেতা ছিলেন জগদীপ সাব, লিখেছেন অনিল কপূর।