চেন্নাই: শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কপূরকে এবার দক্ষিণী ছবিতে দেখা যাবে। সুপারস্টার বিজয় দেবকোণ্ডার সঙ্গে একটি রোম্যান্টিক ছবি করতে চলেছেন তিনি। শ্রীদেবী নিজে হিন্দি ছবির পাশাপাশি দক্ষিণী ছবিতে চুটিয়ে কাজ করেছেন। জাহ্নবীও চান প্রয়াত মায়ের পথ ধরে চলতে।
ছবির নাম ফাইটার। নির্মাতা পুরী জগন্নাথ। শোনা যাচ্ছে, প্রথমে নায়িকার চরিত্রে ভাবা হয়েছিল কিয়ারা আডবাণী ও আলিয়া ভট্টকে। কিন্তু দুজনেই চরিত্রটি করতে অস্বীকার করেন। তখন অনুরোধ করা হয় জাহ্নবীকে।
জাহ্নবীকে একটি শর্ট ফিল্মেও যাবে। জোয়া আখতার পরিচালিত ছবিটির নাম ঘোস্ট সিরিজ। জাহ্নবীর সঙ্গে দেখা যাবে বিজয় বর্মাকে। শ্রীদেবীর বড় মেয়ে এখন রুহি আফজা ও দোস্তানা ২-এর কাজে ব্যস্ত। প্রথম ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন রাজকুমার রাও, দ্বিতীয়টিতে কার্তিক আরিয়ান। এছাড়া তাঁকে দেখা যাবে গুঞ্জন সাক্সেনা, তখত ও রণভূমি ছবিতে।
এবার দক্ষিণী ছবিতে অভিষেক জাহ্নবীর, দেখা যাবে বিজয় দেবকোণ্ডার বিপরীতে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Dec 2019 01:12 PM (IST)
শ্রীদেবী নিজে হিন্দি ছবির পাশাপাশি দক্ষিণী ছবিতে চুটিয়ে কাজ করেছেন। জাহ্নবীও চান প্রয়াত মায়ের পথ ধরে চলতে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -