নয়াদিল্লি: করোনা-মোকাবিলায় কেন্দ্রের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিল জমিয়ত উলেমা-এ-হিন্দ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে ওই সংগঠনের তরফে জানানো হয়, বিভিন্ন এলাকা জুড়ে করোনা-চিকিৎসার জন্য ১০ হাজার আইসোলেশন বেড তৈরি করার মতো জায়গা দিতে তৈরি তারা। সেখানে বলা হয়েছে, দেশের বিভিন্ন প্রান্ত ছড়িয়ে থাকা সংগঠনের অধীনস্থ যে যে আবাসনগুলি রয়েছে, সেগুলি চিকিৎসার জন্য ব্যবহার করার প্রস্তাব দেওয়া হচ্ছে। সেখানে প্রায় ১০ হাজার মানুষের চিকিৎসা সম্ভব। আপনাকে অনুরোধ, যেখানে হোক বা যখনই হোক, যাবতীয় প্রয়োজনে সংশ্লিষ্ট মহলকে আপনি নির্দেশ দিয়ে আমাদের জানাবেন।
এদিকে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি দিয়ে দারুল উলুম জানিয়েছে, তারাও দেওবন্দের দারুল কুরানে আইসোলেশন ওযার্ড গঠন করতে প্রস্তুত।
করোনা-আক্রান্তদের সহায়তায় ১০ হাজার শয্যা তৈরির জায়গা দেওয়ার প্রস্তাব সহ মোদিকে চিঠি জমিয়ত-উলেমার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Mar 2020 01:03 PM (IST)
‘করোনা সঙ্কটে আপনার পাশে আছি’
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -