জম্মু ও কাশ্মীর: অপেক্ষার অবসান। দীর্ঘ ১৮ মাস পর জম্মু ও কাশ্মীরে চালু হল ৪জি ইন্টারনেট পরিষেবা। জম্মু ও কাশ্মীরের প্রশাসনিক সচিব রোহিত কানাসাল ঘোষণা করেছেন ৪জি মোবাইল পরিষেবা জম্মু ও কাশ্মীরে ফের চালু হচ্ছে। ঘোষণা অনুযায়ী, শুক্রবার মধ্যরাত চালু হয় পরিষেবা।


প্রশাসন সূত্রে খবর, ভেরিফিকেশনের পরেই এই সুবিধা পাবেন প্রিপেইড সিম কার্ড ব্যবহারকারীরা। একই নিয়ম প্রযোজ্য় পোস্ট পেইড ব্যবহারকারীদের জন্য। রোহিত কানাসাল  বিশেষজ্ঞ কমিটির পর্যবেক্ষণ এবং নিরপত্তা পরিস্থিতির উপর নজর রেখে টেলিকম পরিষেবা পুনরায় চালু করা হচ্ছে। ২০১৭ সালের জন সুরক্ষা আইনের আওতায় এই সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। তাঁর কথায়, যারা প্রি-পেইড সিম কার্ড ব্য়বহাকার করছেন তাঁরা ভেরিফিকেশনের পর এই পরিষেবা পাবেন। একই নিয়ম প্রযোজ্য পোস্ট পেইড ব্য়বহারকারীদের ক্ষেত্রেও।



এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ট্যুইট করে ন্যাশনাল কনফারেন্স নেতা লিখেছেন, “৪জি মুবারক! ২০১৯-এর আগস্ট মাসের পর সমগ্র জম্মু ও কাশ্মীর ৪জি মোবাইল পরিষেবা পেতে চলেছে। বেটার লেট দ্যান নেভার৷



২০১৯ সালের ৫ আগস্ট কেন্দ্র জম্মু ও কাশ্মীরের থেকে বিশেষ মর্যাদা প্রত্যাহার করে। বিলোপ করা হয় ৩৭০ ধারা।  জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেয়৷ অশান্তির আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। গত বছর আগস্টে কাশ্মীরের গন্দেরবল এবং জম্মুর উধমপুর জেলায় ৪জি মোবাইল ইন্টারনেট পরিষেবা শুরু হয়।  গতবছরের শুরুতে ২জি ইন্টারনেট পরিষেবা চালু হয় সংশ্লিষ্ট অঞ্চলে।

চলতি মাসে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় জম্মু ও কাশ্মীরের তা খতিয়ে দেখতে। পরিস্থিতি খতিয়ে দেখে  কেন্দ্রশাসিত অঞ্চলের কিছু কিছু জায়গায় দ্রুত মোবাইল ইন্টারনেট পরিষেবা ফেরানোর ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে বলে আদালত। এই নির্দেশ পেয়ে জম্মু ও কাশ্মীরের প্রশাসন ও কেন্দ্র পরিস্থিতি খতিয়ে দেখে। বেশ কয়েকটি জায়গায় ইন্টারনেট পরিষেবা ফের চালু হয়েছে।