শ্রীনগর : ফের রক্তাক্ত উপত্যকা। জঙ্গি হামলায় শহিদ পাঁচ জওয়ান। গুরুতর আহত আরও এক। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) রাজৌরি সেক্টরের পুঞ্চে (Poonch) সেনার একটি গাড়িতে হামলা চালায় জঙ্গিরা। NIA-কে ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে। এদিকে ঘটনাস্থল থেকে যে বুলেট পাওয়া গিয়েছে, তা চিনে তৈরি বলে দাবি সেনার। ড্রোন উড়িয়ে, স্নিফার ডগ এনে, ঘটনাস্থল ঘিরে ফেলে চলছে তল্লাশি। 






সেনা সূত্রের খবর,  ভিম্বের গলি এলাকায় দুপুর ৩টে নাগাদ সেনার গাড়ি লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। পরে গাড়িটিতে আগুন ধরে যায়। সম্ভবত গ্রেনেড হামলা চালানো হয়েছিল গাড়িটিতে।


নর্দার্ন কম্যান্ডের সেনা হেডকোয়ার্টারের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই এলাকায় তীব্র বৃষ্টি হচ্ছিল। ফলে, দৃশ্যমানতা কমে যায়। সেই সুযোগে জঙ্গিরা আর্মির গাড়ি লক্ষ্য করে গোলা-গুলি নিক্ষেপ করে। গাড়িটিতে আগুন ধরে যায়। সম্ভবত গ্রেনেড ব্যবহার করেছিল জঙ্গিরা।


সেনা সূত্রের আরও খবর, ওই এলাকায় জঙ্গি মোকাবিলায় রাষ্ট্রীয় রাইফেলসের পাঁচ জওয়ানকে মোতায়েন করা হয়েছিল। তাঁরা শহিদ হয়েছেন। অপর এক জওয়ান হামলায় গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।


ঘটনায় শোকপ্রকাশ করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, পুঞ্চে যে ঘটনা ঘটেছে তাতে আমি ব্য়থিত। সেখানে একটি ট্রাকে আগুন লেগে যাওয়ায় সাহসী জওয়ানদের হারাতে হয়েছে ভারতীয় সেনাকে। শোকগ্রস্ত পরিবারগুলিকে সমবেদনা জানাই। 


উল্লেখ্য, এই ঘটনা এমন একটা সময় ঘটল, যখন পাকিস্তান ঘোষণা করেছে যে তাদের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি পরের মাসে ভারত ভ্রমণে আসছেন। গোয়ায় সাংহাই কোআপারেশন অর্গানাইজেশনসের বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেবেন তিনি। প্রসঙ্গত, মে মাসে শ্রীনগরে রয়েছে জি-২০-র ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের বৈঠকে। গত সপ্তাহেই কেন্দ্রীয়শাসিত অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।


আরও পড়ুন ; ভারত-চিন সীমান্তে "পরিস্থিতি উদ্বেগজনক", সেনাকে কড়া নজরদারির নির্দেশ প্রতিরক্ষামন্ত্রীর