Jammu Kashmir: জম্মু ও কাশ্মীরের কিশতোয়ারে সেনা-জঙ্গি সংঘর্ষ। দু'পক্ষের মধ্যে রবিবার দুপুর ১টা নাগাদ গুলির লড়াই শুরু হয় বলে সেনা সূত্রে খবর। জঙ্গলের মধ্যে চলছিল এই গুলি লড়াই। সেনার তরফে জানানো হয়েছে যে অভিযান জারি রয়েছে। তবে এখনও পর্যন্ত এই গুলির লড়াইয়ে কারও আহত হওয়া কিংবা মৃত্যুর খবর পাওয়া যায়নি। 

Continues below advertisement

এক্স মাধ্যমে পোস্ট করে কিশতোয়ারের এই গুলির লড়াইয়ের কথা জানানো হয়েছে White Knight Corps- এর তরফে। এক্স মাধ্যমের পোস্ট থেকে জানা গিয়েছে, White Knight Corps- এর অ্যালার্ট ট্রুপ আজ দুপুর ১টা নাগাদ কিশতোয়ারের ঘন জঙ্গল ঘেরা এলাকায় অভিযান শুরু করেছিল। গোপন গোয়েন্দা সূত্রে সেনার কাছে আগে থেকে ওই জায়গায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর ছিল। আর তার ভিত্তিতেই শুরু হয় অভিযান। দু'পক্ষের গুলির লড়াই হয়েছে। তবে কেউ আহত হয়নি। কারও মৃত্যুর খবরও পাওয়া যায়নি। এদিকে অভিযান জারি রয়েছে লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে বের করার জন্য। 

বিগত বেশ কয়েকটি উপত্যকার অভিযানেই দেখা গিয়েছে এই এক ধরনের প্যাটার্ন। বেশিরভাগ ক্ষেত্রেই বন্ধুর ভূপ্রাকৃতিক অঞ্চল কিংবা ঘন জঙ্গলে ঢালা এলাকায় গা-ঢাকা দিয়েছে জঙ্গিরা। তাদের খুঁজে বের করা এবং নিকেষ করার পরিকল্পনা নিয়েছে সেনাবাহিনী। মূলত এবছর ২২ এপ্রিলের পহেলগাঁও হামলার পর থেকেই জঙ্গি দমনের ব্যাপারে আরও বেশি সক্রিয় এবং তৎপর হয়েছে উপত্যকার পুলিশ এবং সেনাবাহিনী। এর আগেও বেশ কয়েকটি অভিযান হয়েছে। কোথাও সাফল্য এসেছে পুরোপুরি। কোথাও বা জঙ্গি দমনে সাফল্য পায়নি সেনা। তবে জম্মু ও কাশ্মীরের সমস্ত লুকিয়ে থাকা জঙ্গি ঘাঁড়ি সমূলে উৎপাটিত করার লক্ষ্য নিয়েছে নিরাপত্তাবাহিনী। এমনকি এভাবে অভিযানের মাধ্যমেই পহেলগাঁও জঙ্গি হামলার অন্যতম মূলচক্রীদের নিকেষ করেছে নিরাপত্তাবাহিনী। অপারেশন সিঁদুর হয়েছে বিগত ৭ মে। তারপর থেকে জঙ্গি দমনে আরও তৎপর ভারত। কাজেকর্মে স্পষ্টই এদেশের তরফে বার্তা দেওয়া হয়েছে যে, কোনওভাবেই নাশকতামূলক জঙ্গি কার্যকলাপকে বরদাস্ত করা হবে না।