Oppo Phones: ভারতে আসছে ওপ্পো এফ৩১ সিরিজের স্মার্টফোন। এই স্মার্টফোন সিরিজ দেশে লঞ্চ হতে চলেছে ১৫ সেপ্টেম্বর। এই স্মার্টফোন সিরিজের আওতায় ওপ্পো এফ৩১, ওপ্পো এফ৩১ প্রো এবং ওপ্পো এফ৩১ প্রো প্লাস - এই তিনটি মডেল লঞ্চ হতে চলেছে। আনুষ্ঠানিক ভাবে লঞ্চের আগে এই ফোনের ডিজাইন, রং, দাম সম্পর্কে সম্ভাব্য তথ্য প্রকাশ্যে এসেছে। ওপ্পো এফ২৯ সিরিজের সাকসেসর হিসেবে ভারতে আসছে ওপ্পো এফ৩১ সিরিজ। 

Continues below advertisement

টিপস্টার যোগেশ ব্রার এক্স মাধ্যমে দাবি করেছেন, ওপ্পো এফ৩১- এর দাম ভারতে শুরু হতে পারে ২০ হাজার টাকার কম থেকে। অন্যদিকে ওপ্পো এফ৩১ প্রো এবং ওপ্পো এফ৩১ প্রো প্লাস ফোনের দাম ভারতে ৩০ হাজার টাকার কম এবং ৩৫ হাজার টাকার কম থেকে শুরু হতে পারে যথাক্রমে। ওপ্পো এফ৩১ সিরিজের ফোনের যে ছবি ফাঁস হয়েছে, সেখানে দেখা গিয়েছে ওপ্পো এফ৩১ ফোনে চৌকো রেয়ার ক্যামেরা মডিউল থাকতে চলেছে ব্যাক প্যানেলে। এই চৌকো ক্যামেরা মডিউলের কোণের অংশগুলি গোলাকার। ফোনের ব্যাক প্যানেলে বাঁদিকে উপরের কোণে সাজানো থাকবে রেয়ার ক্যামেরা মডিউল। নীল, সবুজ, লাল রঙে লঞ্চ হতে পারে এই ফোন। 

অন্যদিকে ওপ্পো এফ৩১ প্রো ভ্যারিয়েন্টে চৌকো আকৃতির রেয়ার ক্যামেরা মডিউল থাকতে পারে ফোনের ব্যাক প্যানেলের মাঝ-বরাবর। সোনালি এবং ধূসর রঙে এই ফোন লঞ্চ হতে পারে ভারতে। ওপ্পো এফ৩১ প্রো প্লাস ফোনেও ব্যাক প্যানেলের মাঝ-বরাবর গোলাকার রেয়ার ক্যামেরা মডিউল থাকতে চলেছে। নীল, গোলাপি এবং সাদা রঙে এই ফোন লঞ্চ হতে পারে দেশে। ওপ্পো এফ৩১ প্রো প্লাস ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর থাকতে চলেছে। ওপ্পো এফ৩১ সিরিজের ফোনে ৮০ ওয়াটের SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। 

Continues below advertisement

ওপ্পো এফ৩১ সিরিজের ফোনে ৭০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি থাকতে পারে। এই সিরিজের ফোন ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না। এই সিরিজের ফোনে রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকবে। তার সঙ্গে থাকবে ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। অর্থাৎ ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট দেখা যাবে এই সিরিজের ফোনে। আর ফোনের ডিসপ্লের উপর থাকবে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। ওপ্পো এফ৩১ সিরিজের সব ফোনেই এই ফিচারগুলি থাকবে কিনা তা এখনও স্পষ্ট নয়।