সুকান্ত মুখোপাধ্যায় : জম্মু-কাশ্মীরের কুলগামে সেনা-জঙ্গি গুলির লড়াই। আখাল এলাকায় এক জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। এক্স পোস্টে জানিয়েছে ভারতীয় সেনা। কোনও জঙ্গি লুকিয়ে আছে কি না জানতে, এলাকায় চলছে তল্লাশি। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন আখাল। সেনার সঙ্গে রয়েছে অপারেশনে রয়েছে CRPF ও জম্মু-কাশ্মীর পুলিশ।
শুক্রবার থেকেই চলছে এই অভিযান। জম্মু ও কাশ্মীরের আখাল এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর গোপোন গোয়েন্দা সূত্রে পেয়েছিল নিরাপত্তাবাহিনী। তারপরই জঙ্গিদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান। আখাল এলাকার ঘন জঙ্গলে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েছিল সেনাবাহিনী। তারা অভিযান শুরু করার পরই জঙ্গিরা সেনার উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেন নিরাপত্তারক্ষীরাও। দু'পক্ষের গুলির লড়াইয়ে এক জঙ্গি খতম হয়েছে বলে জানা গিয়েছে। আর কোনও জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে কিনা, তার খোঁজে এখনও অভিযান চালু রেখেছে সেনা।
গত সোমবার হয়েছিল অপারেশন মহাদেব। রাজবাগ এলাকায় এই অভিযান হয়। সেখানে তিন জঙ্গিকে নিকেষ করে নিরাপত্তাবাহিনী। তাদের মধ্যে ২ জন ছিল গত ২২ এপ্রিলের পহেলগাঁও জঙ্গি হামলার সঙ্গে যুক্ত। প্রচুর অস্ত্রশস্ত্রও উদ্ধার হয় মৃত তিন জঙ্গির থেকে। এরপর ফের উপত্যকা জুড়ে তল্লাশি অভিযান চালানো শুরু করে সেনাবাহিনী। গতকাল মাঝরাত থেকে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় ভারতীয় সেনার চিনার কর্পস অভিযান চালাচ্ছে। সঙ্গে রয়েছে সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। এক জঙ্গিকে খতম করা হয়েছে। আর কেউ লুকিয়ে রয়েছে কিনা তা জানতে চলছে চিরুনি তল্লাশি।
গোটা এলাকা খালি করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। পহেলগাঁও হামলার পর থেকেই উপত্যকায় মারাত্মক ভাবে তৎপর সেনাবাহিনী। কোথায় কোথায় জঙ্গি ঘাঁটি রয়েছে তা খুঁজে সেগুলি চিরতরে শেষ করে দেওয়ার জন্য ইতিমধ্যেই একাধিক অভিযান চালিয়েছে ভারতীয় সেনা। এইসব অভিযানে তাদের সঙ্গে থেকেছে জম্মু ও কাশ্মীর পুলিশও। অপারেশন মহাদেবের পর হয়েছিল অপারেশন শিবশক্তি। এবার কুলগাম জেলার আখাল এলাকায় চলছে অপারেশন আখাল।