Jammu News Update: সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, জম্মুর সাম্বা সেক্টরে আকাশে দেখা গিয়েছে লাল রেখা। শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ। ব্ল্যাক আউট চলাকালীন সাম্বা সেক্টরে পাকিস্তানি ড্রোনকে প্রতিহত করেছে ভারতের এয়ার ডিফেন্স। প্রথম পর্যায়ে ড্রোনের সক্রিয়তা দেখা যাওয়ার পর এবং এয়ার ডিফেন্স ফায়ারের পর, বেশ কিছু সময় আর সাম্বা সেক্টোরে কোনও ড্রোনের সক্রিয়তা দেখা যায়নি। তুলনায় ক্ষুদ্র আকৃতির ড্রোন দেখা গিয়েছে জম্মু সাম্বা সেক্টরে। তবে সেগুলিকে প্রতিহত করা হয়েছে এবং উদ্বেগের কিছু নেই বলে জানা গিয়েছে সেনার সূত্র মারফত।
সংবাদ সংস্থা পিটিআই-ও জানাচ্ছে, সন্দেহজনক ড্রোন দেখা গিয়েছে আন্তর্জাতিক সীমান্ত বরাবর জম্মুর সাম্বা সেক্টরে। সেনা সূত্রে খবর, ওই ড্রোনগুলিকে প্রতিহত করা হয়েছে।
অপারেশন সিঁদুরের পর আজ প্রথমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানকে কড়া বার্তাও দিয়েছেন তিনি। নরেন্দ্র মোদি বলেছেন, পাকিস্তানকে আপাতত জবাব দেওয়া বন্ধ রেখেছে ভারত। তবে নজর রাখা হচ্ছে পাকিস্তানের পরবর্তী পদক্ষেপের দিকে। পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাত অভিযান কেবল স্থগিত রাখা হয়েছে মাত্র। ভবিষ্যতে কী হবে, তা পাকিস্তানের আচরণের উপর নির্ভর করছে। অপারেশন সিঁদুরের পর প্রথমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় এভাবেই কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাফ জানিয়েছেন, সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসে মদত দেওয়া দেশকে একই নজরে দেখে ভারত। এর পাশাপাশি প্রধানমন্ত্রী এও জানিয়েছেন যে, এটা যেমন যুদ্ধের সময় নয়, তেমনই সন্ত্রাসবাদেরও সময় নয়। ভারতে হামলা হলে প্রত্যাঘাত হবেই। সন্ত্রাসবাদের ক্ষেত্রে সবসময় জিরো টলারেন্স দেখাবে ভারত। নরেন্দ্র মোদি এও বলেছেন যে, অপারেশন সিঁদুর শেষ হয়নি। পাকিস্তানের প্রতিটি পদক্ষেপে নজর রয়েছে ভারতের। আপাতত জবাব দেওয়া স্থগিত রাখা হয়েছে। কিন্তু সবদিক থেকে রাখা হয়েছে কড়া নজর।