Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা বরাবর ফের অনুপ্রবেশের চেষ্টা পাকিস্তানের তরফে। জম্মু ও কাশ্মীরের বারামুলা জেলার উরি সেক্টরের কাছে পাকিস্তানের তরফে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করেছিল ১২ অগস্ট বেশি রাতের দিকে। জঙ্গিদের অনুপ্রবেশ রুখতে সেনার তরফে গুলি চালানো হয়। দু'পক্ষের সংঘর্ষে শহিদ হয়েছেন এক সেনা জওয়ান।
সেনার তরফে জানানো হয়েছে, অন্যান্য বারের অনুপ্রবেশের থেকে এবারের ঘটনা অনেকটাই আলাদা। কারণ এবার নিয়ন্ত্রণরেখা বরাবর জঙ্গিদের অনুপ্রবেশের সময় গুলি চালিয়ে তাদের সাহায্য করেছে পাকিস্তান। অর্থাৎ পাক সেনাবাহিনী ভারতীয় সেনাদের দিকে গুলি চালিয়ে তাদের ব্যস্ত রাখার সুযোগে জঙ্গিদের অনুপ্রবেশ করাতে চেয়েছিল, এমনই গুরুতর অভিযোগ করেছে ভারতীয় সেনাবাহিনী। তাদের আরও অভিযোগ, পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের তরফেই মূলত সাহায্য করা হয়েছিল অনুপ্রবেশকারী জঙ্গিদের। পাক সেনাবাহিনীর এই বিভাগ এ ধরনের নোংরা ষড়যন্ত্র করেছে।
উরি সেক্টরের কাছে টিক্কা পোস্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছিল জঙ্গিরা। এই এলাকা উরি থানার পাশাপাশি Area of Responsibility (AOR) of 16 Sikh LI (09 Bihar Advance Party) - এর আওতাধীন। জঙ্গিদের অনুপ্রবেশ সফলভাবে রুখে দেওয়া গিয়েছে। কিন্তু সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে গুরুতর জখম হন এক জওয়ান, পরবর্তীতে মৃত্যু হয় তাঁর। অন্যদিকে জঙ্গিদের অনুপ্রবেশ রুখে দেওয়া সম্ভব হলেও অত্যন্ত খারাপ আবহাওয়ার সুযোগ নিয়ে পালাতে সক্ষম হয়েছে জঙ্গিরা। অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের তরফে এই প্রথম এভাবে উস্কানি দেওয়া হল, তাও বিনা প্ররোচনায়, এমনটাই জানাচ্ছে ভারতীয় সেনাবাহিনী।
এক সপ্তাহেরও বেশি সময় ধরে, প্রায় ১২ দিন ধরে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার আখাল অঞ্চলে ঘন জঙ্গলে ঘেরা এলাকায় চলছে অপারেশন আখাল। নিরাপত্তাবাহিনীর এই অভিযানে খতম হয়েছে ২ থেকে ৩ জন জঙ্গি। সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন ২ সেনা জওয়ানও। আহত হয়েছেন অন্তত ১০ জন নিরাপত্তারক্ষী। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। সাম্প্রতিক সময়ে অপারেশন মহাদেব- এ বড় সাফল্য পেয়েছে ভারতীয় সেনা। নিকেষ হয়েছে ৩ জঙ্গি, যাদের মধ্যে ২ জন গত ২২ এপ্রিলের ভয়াবহ পহেলগাঁও জঙ্গি হামলার সঙ্গে যুক্ত ছিল।