নয়াদিল্লি : শিয়রে বিধানসভা নির্বাচন। ১৮ সেপ্টেম্বর থেকে শুরু জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন। তিন দফায় ভোট হবে জম্মু-কাশ্মীরে।  তার আগেই আবার উত্তপ্ত হয়ে উঠল ভূস্বর্গ। সোমবার সকাল থেকেই জঙ্গি দমনে তৎপর হল ভারতীয় সেনা। সকাল থেকেই চলল গুলি। ছুটে এল পাল্টা বুলেটও। তার আঘাতে রক্তাক্ত হলেন এক ভারতীয় সেনা। 


জঙ্গি কার্যকলাপের ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল সূত্র মারফৎ। সোমবার সকালে জম্মু শহরের সেনা ছাউনির কাছে জঙ্গিদের সন্দেহজনক গতিবিধি নজরে আসে। তারপরই সতর্ক হন সেনাকর্মীরা। নেমে পড়েন তল্লাশিতে।  নিরাপত্তারক্ষীরা অভিযানে নেমে গুলি চালাতেই উল্টো দিক থেকে ছুটে আসে আরেকটা গুলি। শুরু হয়ে যায় গুলির লড়াই। জঙ্গিদের ছোড়া গুলিতে আহত হন এক জওয়ান। 


কয়েকঘণ্টা হয়ে গিয়েছে সেনা-অভিযান এখনও থামেনি। জঙ্গলের মধ্যেই খোঁজ চালিয়ে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা। আরও কি কোনও জঙ্গি গা-ঢাকা দিয়েছে পাহাড়ি সবুজে? নিকেশ করতে চলছে খোঁজ। 


এর আগে গত সপ্তাহে  উপত্যকার তিন জায়গায় অভিযানে নামে ভারতীয় সেনার তিনটি দল। সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছিল কয়েকজন সন্ত্রাসবাদী। ১৮ সেপ্টেম্বর থেকে শুরু জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন। তিন দফায় ভোট হবে এই রাজ্য । প্রথম দফা ১৮ সেপ্টেম্বর। দ্বিতীয় ধাপের নির্বাচন  ২৫ সেপ্টেম্বর ।  তৃতীয় দফায় ভোট ১ অক্টোবর। নির্বাচন শান্তিপূর্ণ করতে  রাজ্যের বিভিন্ন এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে সেনা।  সন্ত্রাসবাদী কার্যকলাপ রুখতে সদা তৎপর তাঁরা।  


এর আগে গত ২২ জুলাই জম্মু কাশ্মীরে সেনা ক্যাম্পে জঙ্গি হামলার ছক বানচাল করে সেনাবাহিনী।  রাজৌরির গুন্ডা খোয়াস এলাকায় সেনা ঘাঁটিতে হামলার চেষ্টা করে জঙ্গিরা। ভারতীয় সেনার তৎপরতায় তা বানচাল হয়ে যায়। 


গত ১৬ জুলাই কাশ্মীরের ডোডায় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে, মৃত্যু হয় এক ক্যাপ্টেন-সহ ৪ জন সেনা জওয়ান ও একজন পুলিশ কর্মীর। মারা যান  ক্যাপ্টেন ব্রিজেশ থাপা। তাঁর বাড়ি ছিল বাংলার দার্জিলিঙে। তার আগে গত ৮ জুলাই, জম্মু-কাশ্মীরের ডেরা-কি-গলি এলাকায় জঙ্গিদের হামলায় ৫ সেনা জওয়ান শহিদ হন।  ১১ জুন জোড়া হামলায় ৬ জন জওয়ান জখম হন। ৪ মে পুঞ্চে এক সেনা জওয়ানের মৃত্যু হয়। আহত হন ৫ জন।  


 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।