কলকাতা: ফের CBI-জিজ্ঞাসাবাদের মুখোমুখি সন্দীপ ঘোষ। আর জি কর মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্যক্ষকে আজও CGO কমপ্লেক্সের অফিসে ডেকে জিজ্ঞাসাবাদ। এদিন সকাল ১০.৪০ নাগাদ CGO কমপ্লেক্সে পৌঁছন সন্দীপ ঘোষ।


CGO কমপ্লেক্সে সন্দীপ ঘোষকে CBI-জিজ্ঞাসাবাদের আজ ১৫তম দিন। ইতিমধ্যেই ১৪৫ ঘণ্টার বেশি সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। আর জি কর মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্যক্ষের পলিগ্রাফ টেস্টও হয়েছে। আর জি কর মেডিক্যালে পার্কিংয়ের দায়িত্বে থাকা দুজনকে আজ তলব করেছে সিবিআই। মূলত, আর জি কর মেডিক্যাল কলেজে কর্তব্যরত চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার পর থেকেই, আন্দোলনকারী ও বিরোধীদের নিশানায় সদ্য় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। যাঁকে আগেই ছুটিতে যেতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট,এমনকি তাঁকে 'প্রভাবশালী' বলেন প্রধান বিচারপতি। যদিও নিরাপত্তার দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সেই সন্দীপ ঘোষ। আজ তিনি ফের সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখী। রয়েছেন সিজিও কমপ্লেক্সে। 


আর জি কর হাসপাতালের ঘটনায় একাধিক বিষয়ে প্রশ্নের মুখে পড়েছে পুলিশ-প্রশাসনের ভূমিকা। দিকে-দিকে চলছে প্রতিবাদ। এই পরিস্থিতিতে চিকিৎসকদের পুলিশি সমন নিয়ে আরও জোরাল হল প্রতিবাদ। মুখ খুললেন, শহরের বিশিষ্ট চিকিৎসকরা। অন্য়দিকে, আর জি কর হাসপাতালে গিয়ে, জুনিয়র ডাক্তারদের আন্দোলনে যোগ দিলেন, কলেজের প্রাক্তনী, অশীতিপর চিকিৎসকরা। আর জি কর মেডিক্য়াল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ।  সোশাল মিডিয়ায় সরব বিভিন্ন পেশার মানুষ। এই প্রেক্ষাপটে, সম্প্রতি দুই চিকিৎসক, কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে তলব করে লালবাজার।


কলকাতা পুলিশ সূত্রে দাবি,আর জি কর মেডিক্য়াল-কাণ্ডে নিহত তরুণী চিকিৎসকের পরিচয় প্রকাশ্য়ে আনা ও গুজব ছড়ানোর অভিযোগে তাঁদের তলব করা হয়।এ নিয়ে সোমবার ক্ষোভে ফেটে পড়ে চিকিৎসক মহল। চিকিৎসক অভিজিৎ চৌধুরী বলেন, যেভাবে পুলিশি দমনপীড়ন চলছে তাতে প্রতিবাদ করা ছাড়া পথ নেই। নির্বোধের মতো অপ্রয়োজনীয় পদক্ষক্ষেপ। পুলিশ আতঙ্কিত হয়ে চিকিৎসকদের মধ্যে শত্রু খুঁজে বেড়াচ্ছে। 


আরও পড়ুন, ২৪ দিন পার, RG কর-কাণ্ডের হয়নি কিনারা, আজ লালবাজার অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের


খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।