শ্রীনগর: জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ অজ্ঞাতপরিচয় জঙ্গি খতম হয়েছে। রবিবার রাতে ঘটেছে এই সংঘর্ষ। এক জওয়ানও আহত হয়েছেন।
জানা গিয়েছে, দু’পক্ষের গুলির লড়াই শুরু হয় গতকাল বিকেল নাগাদ। জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে। এ সময় জঙ্গিরা তাদের ওপর গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলিতে ২ জঙ্গির মৃত্যু হয়, আহত হন এক জওয়ান। জানা গিয়েছে, অপারেশন এখনও চলছে কাশ্মীর পুলিশ ও নিরাপত্তা বাহিনী এক সঙ্গে চালাচ্ছে এই জঙ্গি বিরোধী অভিযান।
এর আগে শনিবার বীজভেরা এলাকায় বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ লস্কর ই তৈবা জঙ্গি খতম হয়। গত সপ্তাহের শুরুতে জম্মু কাশ্মীর পুলিশ উত্তর কাশ্মীরের হান্দওয়াড়ার মান্ডিগ্রাম ক্রালগুন্ড এলাকা থেকে এক লস্কর জঙ্গিকে গ্রেফতার করে। প্রাথমিক জেরায় ধৃত জানায়, তার নাম আকিল আহমেদ পারে, সে ওই মান্ডিগ্রামেরই বাসিন্দা। তার কাছ থেকে বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
কাশ্মীরের অবন্তীপোরায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম ২ জঙ্গি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Sep 2020 07:58 AM (IST)
এর আগে শনিবার বীজভেরা এলাকায় বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২ লস্কর ই তৈবা জঙ্গি খতম হয়।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -