শ্রীনগর: শনিবার সকালে ত্রলে শুরু হয়েছে নিরাপত্তাবাহিনী ও জঙ্গি গোষ্ঠির মধ্যে গুলির লড়াই। সূত্রের খবর,জঙ্গি বনাম সেনার লড়াইয়ে খতম ১ জঙ্গি। আহত হয়েছে ২ সেনাও। নিরাপত্তা বাহিনীর জালে আটকা পড়ে থাকতে পারে জইশের শীর্ষ কম্যান্ডার করি ইয়াসির সহ ৩। জানা গেছে, অবন্তীপোরায় ওই অঞ্চলে এখনও লুকিয়ে ৪ থেকে ৫ জন। এর মধ্যেই একজন শীর্ষস্থানীয় জইশ কম্যান্ডার করি ইয়াসির হয়ে থাকতে পারেন।
শনিবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে অবন্তীপোরার হারি-পারি অঞ্চল ঘিরে ফেলে নিরাপত্তারক্ষীরা। শুরু হয় তল্লাশি। তারা জঙ্গিদের উপর গুলি চালালে, আসে পাল্টা গুলিও।
খবর পাওয়া গিয়েছে, গতবছর পুলওয়ামায় গুজ্জর জাতির দুজনকে প্রাণে মেরে ফেলার পিছনে মাস্টারমাইন্ড ছিল এই জইশ নেতাই।
এই সপ্তাহের শুরুর দিকেই পুলওয়ামাতে এরকমই একটি গুলির লড়াইয়ে খতম হয় এক সন্ত্রাসবাদী। গত মঙ্গলবার জঙ্গিদের গুলিতে প্রাণ যায় এক জওয়ান ও পুলিশকর্মীর।
পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই উপত্যকায় জঙ্গিদের বিরুদ্ধে এরকম ৬টি সফল অপারেশন হয়েছে।
রবিবার উপত্যকায় পালিত হবে প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে কাশ্মীরে। অনুষ্ঠানের মহড়া চলছে পুরোদমে।
অবন্তীপোরায় সেনা-জঙ্গি গুলির লড়াই, মৃত ১ জঙ্গি, জইশ নেতা সহ ৪-৫ জনের লুকিয়ে থাকার সম্ভাবনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Jan 2020 12:05 PM (IST)
শনিবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে অবন্তীপোরার হারি-পারি অঞ্চল ঘিরে ফেলে নিরাপত্তারক্ষীরা। শুরু হয় তল্লাশি। তারা জঙ্গিদের উপর গুলি চালালে, আসে পাল্টা গুলিও।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -