নয়া দিল্লি: পহেলগাঁওকাণ্ডের পর প্রত্যাঘাতে প্রস্তুত ভারত। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জম্মুতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। শহরজুড়ে আঁটসাঁট নিরাপত্তা। রাস্তার মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ বিল্ডিং, নিরাপত্তা সংস্থার দফতর এবং জেলগুলিতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা।                          

টানা ১১ দিন সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। গতকাল মধ্যরাতে ফের নিয়ন্ত্রণরেখার ওপার থেকে কাশ্মীর উপত্যকার ৮টি জায়গা--কুপওয়াড়া, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধর, নৌসেরা, সুন্দরবনি, আখনুর সেক্টর লক্ষ্য করে গুলি ছোড়ে পাক সেনা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। 

এদিকে, উচ্চ পর্যায়ের গোয়েন্দা সূত্রের মতে, জম্মু ও কাশ্মীরের শ্রীনগর কেন্দ্রীয় কারাগার এবং  জম্মুর কোট ভালওয়াল কারাগার সহ  গুরুত্বপূর্ণ জেলে সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র করা হচ্ছে । এই কারাগারগুলিতে বর্তমানে বেশ কয়েকজন উচ্চ-প্রোফাইল সন্ত্রাসী এবং ওভারগ্রাউন্ড কর্মী (ওজিডব্লিউ) রয়েছে। এই এলাকাটিকে অশান্ত করার লক্ষ্যে জঙ্গি গোষ্ঠীগুলি এই চেষ্টা করতে পারে বলে সূত্রের খবর। 

জঙ্গিদের একাধিক ডেরায় তল্লাশি চালিয়ে মিলেছে আল্ট্রা কমিউনিকেশন সিস্টেমের মতো অত্যাধুনিক ডিভাইস! সূত্রের খবর, গোপন আস্তানা থেকে বার্তা বিনিময় এবং লোকেশন শেয়ারের জন্য এই ডিভাইস ব্যবহার করত জঙ্গিরা। গোয়েন্দা সূত্রে খবর, রেডিও ফ্রিকোয়েন্সি সার্ভিল্যান্সের মাধ্যমে জঙ্গিদের গতিবিধি ট্র্যাক করার চেষ্টা চলছে। গোয়েন্দাদের অনুমান, পহেলগাঁও হামলার নেতৃত্বে থাকা পাক সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের প্রাক্তন প্যারা কমান্ডো ও লস্কর-ই-তৈবার গুরুত্বপূর্ণ অপারেটর, হাশিম মুসা এবং তার সঙ্গীরা এখনও বেশি দূরে পালাতে পারেনি।

এদিকে, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যাঘাতে ভারতের ওয়াটার স্ট্রাইক। জম্মু কাশ্মীরের রামবান জেলায় চন্দ্রভাগা নদীর জল আটকাল ভারত। দিনকয়েক আগের ছবির বদল। ভরা নদীখাত এখন অনেকটাই শুকনো। চন্দ্রভাগার ওপর বাগলিহার বাঁধ থেকে জলপ্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে।                                           

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর একাধিক বৈঠকে প্রধানমন্ত্রী মোদি। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংহর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী। গত ২ দিন নৌ সেনাপ্রধান ও বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। শ্রীনগরে নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় বৈঠক করেছেন কাশ্মীর পুলিশের IG।