বদগাম: কাশ্মীরের বদগামের কাইসেরমুল্লা এলাকায় নিরাপত্তাবাহিনীর ওপর ফের জঙ্গি হামলা। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স অফিসারকে গুলি করে তার আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয় সন্ত্রাসবাদীরা।
পুলিশ সূত্রে খবর, সিআরপিএফের ১১৭ ব্য়াটালিয়নের অ্যাসিন্সেন্ট সাব ইনন্সপেক্টর এনসি বদোলের ওপর হামলা চালায় জঙ্গিরা। তাঁর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয় তারা। তাঁর ওপর গুলি চালায়। গুরুতর জখম অবস্থায় ওই অফিসারকে শ্রীনগরের বাদামিবাগে সেনার ৯২ বেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।
গত ৩০ আগস্ট শ্রীনগরের পান্থাচক এলাকায় সিআরপিএফ জওয়ান ও জঙ্গিদের গুলির লড়াইয়ে মৃত্যু হয় তিন জঙ্গি, এক পুলিশ অফিসারের। ঠিক একদিন আগেই পুলওয়ামায় গুলির লড়াইয়ে মৃত্যু হয় তিন জওয়ানের।
অন্যদিকে আজই পুলওয়ামায় গুলির লড়াইতে মৃত্যু হয়েছে একজন অজ্ঞাতপরিচয় জঙ্গির। ত্রালের মাঘানায় অস্ত্র ও জঙ্গিদের সন্ধানে সিআরপিএফের টিমকে পাঠানো হয়েছিল। সেখানেই এনকাউন্টারে নিহত হয় ওই ৩ জঙ্গি। উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ।
আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিল, সন্ত্রাসবাদীদের গুলি, কাশ্মীরের বদগামে নিহত এএসআই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Sep 2020 08:44 PM (IST)
পুলিশ সূত্রে খবর, সিআরপিএফের ১১৭ ব্য়াটালিয়নের অ্যাসিন্সেন্ট সাব ইনন্সপেক্টর এনসি বদোলের ওপর হামলা চালায় জঙ্গিরা। তাঁর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয় তারা।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -