শ্রীনগর: ফের উত্তপ্ত কাশ্মীর। এবার দক্ষিণ কাশ্মীরে (Kashmir) চলল গুলি। রবিবার সন্ধেয় দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা (Pulwma) জেলার লিট্টার এলাকায় গুলি চালায় সন্দেহভাজন জঙ্গিরা। গুলির আঘাতে জখম হয়েছেন দুই জন শ্রমিক, তাঁরা কেউ কাশ্মীরের স্থানীয় বাসিন্দা নন। খবর সংবাদ সংস্থা সূত্রে। ঘটনার পরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।


কখন হামলা:
স্থানীয় সূত্রের খবর, এলোপাথাড়ি গুলি (Firing) চালানোর ফলে জখম হয়েছেন ওই দুজন কর্মী। স্থানীয় একটি মুরগির খামারের সঙ্গে কোনওরকম কাজে যুক্ত ছিলেন ওই দুজন। তাঁরা দুজনেই পাঞ্জাবের পাঠানকোটের বাসিন্দা বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। জখম কর্মীদের মধ্যে একজনকে পুলওয়ামা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্য আর এক জনকে ভর্তি করা হয়েছে এসএমএইচএস (SMHS Hospital) হাসপাতালে। দুজনের অবস্থাই আপাতত স্থিতিশীল বলে সূত্রের খবর। হামলার খবর মিলতেই ওই এলাকায় যা বিশাল নিরাপত্তা বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। একাধিক ধারায় মামলা শুরু করেছে পুলিশ (Police)। 


আগেও হামলা:
বেশ কিছুদিন ধরেই নানা ছোট ছোট হামলা (militant Attack) হয়েছে উপত্যকায়। মার্চেই একাধিকবার উপত্যকায় স্থানীয় নন এমন লোকজনের উপর হামলা হয়েছে।  মার্চের তৃতীয় সপ্তাহে উত্তরপ্রদেশ থেকে কাজ করতে যাওয়া এক ব্যক্তিকে গুলি করা হয়। তার পরপরই বিহার থেকে যাওয়া এক শ্রমিকের উপর হামলা চালানো হয়েছিল। গত বছরেও দক্ষিণ কাশ্মীরে একাধিক হামলা চালিয়েছিল জঙ্গিরা। মার্চেই নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে জঙ্গিবাহিনী (Militant)। আধাসেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে নিকেশ হয়েছে একাধিক জৈশ ই মহম্মদ জঙ্গি ও লস্কর ই তইবা জঙ্গি। পুলিশের জালে ধরাও পড়েছে বেশ কয়েকজন।


মার্চেই শ্রীনগরের (srinagar) আমিরা কাদাল বাজারে গ্রেনেড (grenade) হামলা করেছিল জঙ্গিরা। ভরা বাজারে গ্রেনেডের আঘাতে একাধিক সাধারণ নাগরিক গুরুতর জখম হন। পরে জখমদের মধ্যে দুই জন মারা যান। মৃতদের মধ্যে ছিলেন এক তরুণীও। ওই হামলায় জখম হয়েছিলেন জম্মু কাশ্মীর পুলিশের এক জওয়ানও। তার কিছুদিন পরেই জম্মুর উধমপুরে জেলা আদালত চত্বরে বোমা বিস্ফোরণ হয়। ওই ঘটনায় মারা যান এক ব্যক্তি।


আরও পড়ুন: পুলওয়ামায় ভয়ঙ্কর গুলির যুদ্ধ, নিকেশ জইশ-ই-মহম্মদ জঙ্গি