শ্রীনগর: বুধবার থেকে জম্মু ও কাশ্মীরে আশিকভাবে চালু হল মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড পরিষেবা। কয়েকটি ‘স্বচ্ছ ভাবমূর্তির’ ওয়েবসাইট ও জরুরি পরিষেবার সঙ্গে জড়িত কয়েকটি সংস্থায় ইন্টারনেট চালু করার অনুমতি দেয় জম্মু-কাশ্মীরের প্রশাসন। তবে, এখনও সোশ্যাল মিডিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের ঘোষণা হওয়ার পরই, আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি রুখতে উপত্যকায় সবধরনের ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। এরপর ১৬৪ দিন কেটে গিয়েছে।
এদিন রাজ্য স্বরাষ্ট্র দফতরের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে বলা হয়েছে, হাসপাতাল, ব্যাঙ্ক, সরকারি দফতর-- সহ যে সকল প্রতিষ্ঠান জরুরি পরিষেবা প্রদান করে, সেখানে ব্রডব্যান্ড পরিষেবা পুনরায় চালু করার অনুমতি দেওয়া হল।
পাশাপাশি এ-ও বলা হয়, কাশ্মীর ডিভিশনে অতিরিক্ত ৪০০টি ইন্টারেনট কিওস্ক গড়ে তোলা হবে। এছাড়া, পর্যটন ব্যবসাকে তুলে ধরতে ভ্রমণ ও পর্যটন প্রতিষ্ঠানগুলিকে ব্রডব্যান্ড সংযোগের অনুমতি দেওয়া হবে।
গত সপ্তাহেই জম্মু-কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা স্থগিত রাখা নিয়ে সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসিত হয় কেন্দ্র ও রাজ্য প্রশাসন। শীর্ষ আদালত, জানিয়ে দেয়, এখন ইন্টারনেট হল মানুষের মৌলিক অধিকার।
নির্দেশে আরও বলা হয়েছে, ই-ব্যাঙ্কিংয়ের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলিকে পোস্ট-পেইড মোবাইলে ২জি ইন্টারনেট সংযোগ দেওয়া হবে। এই সুবিধা জম্মু, সাম্বা, কাঠুয়া, উধমপুর ও রেয়াসিতে চালু করা হচ্ছে। তবে, পরিষেবা চালু হওয়ার আগে, পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে বাধ্যতামূলকভাবে ‘ফায়ারওয়াল’ বসাতে হবে বলেও জানিয়ে দিয়েছে প্রশাসন।