গোয়া: বিয়ে নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছিল। জল্পনার অবসান হল আজ। সঞ্জনা গণেশনের সঙ্গে বিবাহসূত্রে আবদ্ধ হলেন ভারতীয় দলের স্পিডস্টার জসপ্রীত বুমরাহ। গোয়ার বিলাসবহুল রিসর্টে বসেছিল বিয়ের আসর। 


একান্ত ব্যক্তিগত অনুষ্ঠানে টেলিভিশন সঞ্চালিকা সঞ্জনাকে বিয়ে করলেন বুমরাহ। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এজন্য বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন একান্ত ঘনিষ্ঠ লোকজনই। গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছেন বুমরাহ ও সঞ্জনা। 
ভারত ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচের সময় বিরতি নিয়েছিলেন বুমরাহ। ব্যক্তিগত কারণে  বিসিসিআই-এর কাছে ছুটি চেয়েছিলেন তিনি। বোর্ড তাঁর আর্জি মঞ্জুর করেছিল। এর কিছুদিন পরেই জানা যায় যে, বুমরাহ বিয়ে করছেন। 


এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজের দল ঘোষণার সময়ও ভারতের স্কোয়াডে নাম ছিল না বুমরাহর। বুমরাহ ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজেও ভারতীয় দলে থাকবেন না। 


ছবি শেয়ার করে বুমরাহ লিখেছেন, 'প্রেমের জোয়ারে ভেসে আমরা নতুন পথে যাত্রা শুরু করেছি। আজ আমাদের জীবনের সবচেয়ে সুখের দিন। আমাদের বিয়ের খবর ও আমাদের উচ্ছ্বাসের কথা শেয়ার করতে পেরে আমরা অভিভূত'। 



২৮ বছরের সঞ্জনা একজন ক্রিকেট অ্যাঙ্কর। বিগত কিছু সময় ধরেই বিভিন্ন টুর্নামেন্টে ক্রিকেট সঞ্চালিকা হিসেবে অংশ নিয়েছেন সঞ্জনা। আইপিএলেও তিনি অ্যাঙ্কর হিসেবে খুবই সক্রিয়। তিনি স্টার স্পোর্টসের সঙ্গে যুক্ত। সঞ্জনা আইসিসি বিশ্বকাপ ২০১৯ থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ পর্যন্ত বিভিন্ন ক্রিকেট অনুষ্ঠানে সঞ্চালনা করেছেন। এছাড়াও কলকাতা নাইট রাইডার্সের অ্যাঙ্করও ছিলেন তিনি। ২০১৩-তে ফেমিনা গর্জিয়াস খেতাবও জিতেছিলেন। 


বুমরাহর ঘনিষ্ঠ সূত্র খবর, বর ও কনে-উভয় পক্ষের থেকে মোট ২০ জন অতিথি বিবাহ-অনুষ্ঠানে হাজির ছিলেন। আর অনুষ্ঠানে ফোন ব্যবহারে ছিল কঠোর নিষেধাজ্ঞা।


অতিমারি সংক্রান্ত বিধিনিয়ম ও সমস্ত ক্রিকেটাররা চলতি সিরিজের জন্য বায়ো-বাবলে থাকায় বিয়ের অনুষ্ঠানে ভারতীয় দলে বুমরাহর কোনও সহ খেলোয়াড় বিয়ের অনুষ্ঠানে থাকতে পারেননি। ক্রিকেটার ও বোর্ড আধিকারিকরা পরে কোনও দিন রিসেপশনে থাকবেন বলে জানা গেছে। 
আমেদাবাদেই জন্ম ও বেড়ে ওঠা বুমরাহর। বাবার অকাল মৃত্যুর পর তাঁকে ও তাঁর বোনকে প্রতিপালন করেন তাঁর মা। কিশোর ত্রিবেদীর প্রশিক্ষণে ক্রিকেট খেলা শুরু করেন বুমরাহ। একটি বেসরকারি স্কুলের ভাইস-প্রিন্সিপাল বুমরাহর মা।