নয়াদিল্লি: পাকিস্তানে আর এক কুখ্যাত জঙ্গির রহস্যমৃত্যু। জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের কমান্ডার আব্দুল আজিজ এসারের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পাকিস্তানের পঞ্জাবে রহস্যজনক পরিস্থিতিতে তার দেহ উদ্ধার হয় বলে খবর। তার শেষকৃত্যের ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে, যার সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। তবে ভারত-বিরোধী ভাষণের জন্যই পরিচিত ছিল আজিজ এসার। (Abdul Aziz Esar)

টাইমস নাউ জানিয়েছে, সোমবার ভোরে আজিজ এসারের নিথর দেহ উদ্ধার করে তার এক সহযোগী। তার মৃত্যুতে রহস্যের গন্ধ পাচ্ছে জইশ। তবে আজিজ এসারের শরীরে গুলির দাগ মেলেনি বলে সোশ্য়াল মিডিয়ায় জানিয়েছে জইশ। সম্প্রতি গিলগিট-বাল্টিস্তানেও গিয়েছিল সে। (Pakistan News)
 
পাকিস্তানের পঞ্জাব প্রদেশের ভাক্কর জেলার কাল্লুর কোট, আশরাফওয়ালার বাসিন্দা ছিল আজিজ এসার। জইশ দাবি করছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছে সে। কিন্তু রহস্যজনক মৃত্যু হয়েছে বলেই খবরই উঠে আসছে বিভিন্ন সূত্র থেকে। জানা যাচ্ছে, বাহওয়ালপুরে জইশের সদর দফতরেই শেষকৃত্য হচ্ছে আজিজ এসারের।
কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত আরও বাড়ে। পাক-হামলার জবাবে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে সামরিক অভিযান চালায় ভারত। সেখানে জইশের জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। সেই জইশের শীর্ষ কমান্ডার ছিল আজিজ এসার। তার একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে আজিজ এসারকে বলতে শোনা যায়, "নরেন্দ্র মোদি, হিন্দুস্তানের সরকারকে সামলাও। মুজাহিদিন কাশ্মীর ছিনিয়ে নেবে তোমাদের কাছ থেকে।"
 
পাক সরকাররে তরফে আজিজ এসারের মৃত্যু নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে, গত মাসেও ভারতকে হুমকি দিয়ছিল সে। পহেলগাঁও হামলার পর সম্প্রতি পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে Operation Sindoor অভিযান চালায় ভারত। সেখানে জইশের ঘাঁটিও গুঁড়িয়ে দেওয়া হয়। বাহওয়ালপুরের সেই থেকেই আজিজ এসার বিক্ষুব্ধ হয়ে ঘুরছিল বলে জানা যাচ্ছে। 
 
দীর্ঘ সময় ধরে জইশের সঙ্গে যুক্ত ছিল আজিজ এসার। সংগঠনের অন্যতম শীর্ষ নেতা ছিল সে। ভারত একাধিক নাশকতার পিছনেও তার হাত ছিল। তার মৃত্যুতে জইশ বড় ধাক্কা খেল বলেও মনে করা হচ্ছে।