ঝাড়গ্রাম:  তখন প্রায় দুপুর দেড়টা। পুলিশ লাইনে আচমকাই পরপর গুলির শব্দ। লকডাউনের দুপুরে সেই আওয়াজ প্রতিধ্বনিত হতে থাকে চারিদিকে। হঠাৎ কোথায় গুলি? ছড়িয়ে পড়ে আতঙ্ক।
দেখা যায়, ঝাড়গ্রাম পুলিশ লাইনে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে এক কনস্টেবল।




পুলিশ লাইনের অস্ত্রাগারের ছাদ থেকে ভেসে আসে গুলির শব্দ। একে ৪৭ থেকে লাগাতার গুলি চালাতে থাকে ওই জুনিয়র কনস্টেবল। ওই অস্ত্রাগারেই কর্তব্যরত বিনোদ কুমার নামের ওই কনস্টেবল। বুলেট প্রুফ গাড়ি, ড্রোন লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় সে। পুলিশ সূত্রের খবর ওই কনস্টেবলের কাছে ৬০ রাউন্ড গুলি আছে।
কিন্তু কেন হঠাৎ‍ এলোপাথাড়ি গুলি? এখনও ধোঁয়াশা কারণ।

(খবর বিস্তারিত আসছে...)