রাঁচি: মহারাষ্ট্রে ঐতিহাসিক জয় পেলেও ঝাড়খণ্ডে (Jharkhand) জেএমএম জোটের (JMM Alliance) কাছে পরাজিত হয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। আর এই জয়ের জন্য সৌজন্য দেখিয়ে জেএমএম জোটকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)।


ফলাফল প্রকাশের পর রাঁচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান হেমন্ত সোরেন বলেন, নির্বাচনে জয়ের জন্য প্রধানমন্ত্রী মোদি যে আমাদের অভিনন্দন জানিয়েছেন তার জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাই।


ঝাড়খণ্ড বিধানসভার ফলাফল প্রকাশের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেন, ঝাড়খণ্ডের মানুষ আমাদের যে সমর্থন জানিয়েছেন তার জন্য আমি তাঁদের ধন্যবাদ জানাই। আমরা সবসময় মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে রাজ্যের জন্য কাজ করি। ঝাড়খণ্ডে জয়ের জন্য আমি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বাধীন জোটকেও অভিনন্দন জানাই।


 






প্রসঙ্গত উল্লেখ্য, ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতৃত্বাধীন জোট রাজ্যের ৮১টি আসনের মধ্যে ৫৬টিতে জয়ী হয়েছে আর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট জয় পেয়েছে ২৪টি আসনে। ভোট পরবর্তী সমীক্ষায় দেখা গেছিল বিজেপির নেতৃ্ত্বাধীন এনডিএ জোট পেতে পারে ৪২ থেকে ৪৭টি আসন আর জেএমএম নেতৃত্বাধীন জোট পেতে পারে ২৫ থেকে ৩০টি আসন। কিন্তু, ফলাফল প্রকাশের পর দেখা যায় সমীক্ষার পুরো উল্টো ফল হয়েছে। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে জেএমএম জিতেছিল ৩০টি আসনে, বিজেপি ২৫টি-তে আর কংগ্রেস ১৬টি আসনে।


এবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বে জোট বেঁধেছিল কংগ্রেস, রাষ্ট্রীয় জনতা দল, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্কসবাদী-লেলিনবাদী। অন্যদিকে বিজেপির সঙ্গে জোট করেছিল এজেএসইউ, জেড (ইউ) ও লোক জনশক্তি পার্টি (আরভি)।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Priyanka Gandhi Wins Wayanad Seat : রাহুলের থেকেও ব্যবধান বাড়িয়ে ওয়েনাডে জয়ী প্রিয়ঙ্কা, সংসদে প্রবেশের ছাড়পত্র নিয়ে যা লিখলেন কংগ্রেস নেত্রী