মুম্বই: মহারাষ্ট্রের বিধানসভা ভোটে (Maharashtra Assembly Election 2024) রের্কড সংখ্যক আসন নিয়ে ফের ক্ষমতায় ফিরেছে বিজেপির (BJP) নেতৃত্বাধীন মহাযুতি জোট (Mahayuti Alliance)। আর এই ফলাফল প্রকাশ পেতেই মহাযুতি জোটকে জয়ের জন্য শুভেচ্ছা জানিয়ে ঐতিহাসিক এই জয়কে উন্নয়ন ও সুশাসনের জয় বলে উল্লেখ্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime minister Narendra Modi)।


শনিবার ফলাফল প্রকাশ পেতে দেখা যায় মহারাষ্ট্র বিধানসভার ২৮৮টি আসনের মধ্যে ২৩৬টি আসনে জয় হয়েছে বিজেপির নেতৃত্বাধীন মহাযুতি জোট। অন্যদিকে বিরোধী মহা বিকাশ আগাড়ি জোট পেয়েছে ৪৮টি আসনে। আর অন্যান্যরা পেয়েছে চারটি আসন।


ফলাফল প্রকাশের পরেই নিজের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে মহারাষ্ট্রের মানুষকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বস্ত করেছেন যে তাঁদের জোট রাজ্যের উন্নতির জন্য কাজ করবে।


তিনি টুইট করেন, "উন্নয়ন জয়ী হয়েছে। সুশাসন জয়ী হয়েছে। একসঙ্গে আমরা আরও উঁচুতে উঠব। এই জয়ের জন্য মহারাষ্ট্রের বাসিন্দা আমার ভাই ও বোনেদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বিশেষ করে এনডিএ-এর এই ঐতিহাসিক ফলাফলের জন্য রাজ্যের যুব সম্প্রদায় ও মহিলাদের অভিনন্দন। আমাদের জোটের প্রতি তাঁদের এই স্নেহ ও উষ্ণতা অতুলনীয়। আমি মানুষকে আশ্বস্ত করতে চাই যে আমাদের জোট মহারাষ্ট্রের উন্নয়নের জন্য আরও কাজ করবে। জয় মহারাষ্ট্র।"


 






মহারাষ্ট্রের পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যে মানুষ যে এনডিএ প্রার্থীদের উপনির্বাচনে আশীর্বাদ করেছেন তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


এপ্রসঙ্গে টুইট করেন, "এনডিএ-কে সমর্থনকারী মানুষদের প্রচেষ্টা কাজে এসেছে। যে রাজ্যগুলিতে উপনির্বাচনে মানুষ এনডিএ প্রার্থীদের আর্শীবাদ করেছেন তাঁদের আমি ধন্যবাদ জানাই। তাঁদের স্বপ্ন ও আশা পূরণ করার রাস্তায় কোনও বাধাই আমরা রাখব না।"


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Priyanka Gandhi Wins Wayanad Seat : রাহুলের থেকেও ব্যবধান বাড়িয়ে ওয়েনাডে জয়ী প্রিয়ঙ্কা, সংসদে প্রবেশের ছাড়পত্র নিয়ে যা লিখলেন কংগ্রেস নেত্রী