রাঁচি: ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনে বিরোধীরা জোট তৈরি করে লড়ছে। শুক্রবার আসন সমঝোতা চূড়ান্ত হল তাদের। রাঁচিতে বিকালে সাংবাদিক বৈঠক করে এআইসিসি-র ইনচার্জ আরপিএন সিংহ জানান, ঠিক হয়েছে, ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম) ৪৩টি, কংগ্রেস ৩১ ও আরজেডি সাতটি আসনে লড়বে। সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন জেএমএমের অস্থায়ী সভাপতি হেমন্ত সোরেন। তবে লালুপ্রসাদ যাদবের দল আরজেডি-র কাউকে দেখা যায়নি। কিন্তু আরজেডি সভাপতি লালুর সঙ্গে আলোচনা করেই আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে বলে জানান হেমন্ত। কংগ্রেস নেতা আরপিএন সিংহ বলেন, বিরোধীরা জেএমএমের নেতৃত্বেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। হেমন্তকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরা হবে।
কোনও কেন্দ্রেই শরিকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ লড়াই হচ্ছে না এবং সরকারি প্রার্থীর বিরুদ্ধে যিনিই দাঁড়াবেন, তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট দল পদক্ষেপ করবে বলে জানান তিনি।
ঝাড়খন্ডে ৮১টি বিধানসভা কেন্দ্রে ৩০ নভেম্বর থেকে ২০ ডিসেম্বরের মধ্যে ভোটগ্রহণ হবে। ২৩ ডিসেম্বর ভোটগণনা।
ঝাড়খন্ডে ৪৩ আসনে প্রার্থী জেএমএমের, কংগ্রেস ৩১, আরজেডি লড়ছে ৭ কেন্দ্রে, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হেমন্ত সোরেন
Web Desk, ABP Ananda
Updated at:
08 Nov 2019 07:21 PM (IST)
সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন জেএমএমের অস্থায়ী সভাপতি হেমন্ত সোরেন। তবে লালুপ্রসাদ যাদবের দল আরজেডি-র কাউকে দেখা যায়নি। কিন্তু আরজেডি সভাপতি লালুর সঙ্গে আলোচনা করেই আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে বলে জানান হেমন্ত।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -