কলকাতা: এক মাসের মধ্যে ৪ দফা বিদেশি বিনিয়োগ টেনেছে রিলায়েন্স জিও। ফেসবুক, সিলভার লেক ও ভিস্তা ইকুইটির পর এবার তারা ৬৫৯৮.৩৮ কোটি টাকা তুলতে চলেছে মার্কিন বিনিয়োগকারী সংস্থা জেনারেল আটলান্টিককে শেয়ার বেচে। এর ফলে জিও প্ল্যাটফর্মসের ইকুইটি ভ্যালু হচ্ছে ৪.৯১ লাখ কোটি ও এন্টারপ্রাইজ ভ্যালু ৫.১৬ লাখ কোটি টাকা। এই টাকা জেনারেল আটলান্টিক বিনিয়োগ করবে ১.৩৪ শতাংশ শেয়ারের বিনিময়ে।

এশিয়া মহাদেশে এটাই জেনারেল আটলান্টিকের সব থেকে বড় বিনিয়োগ।

ফেসবুক জিও-র ৯.৯ শতাংশ শেয়ার কিনেছে ৪৩,৫৭৪ কোটি টাকার বিনিময়ে। সিলভার লেক পার্টনার্স ১.১৫ শতাংশ সেয়ার কিনেছে ৫,৬৫৫.৭৫ কোটি টাকায়। আর ভিস্তা ইকুইটি কিনেছে ২.৩২ শতাংশ শেয়ার, ১১,৬৩৭ কোটি টাকায়। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ অম্বানি বলেছেন, জেনারেল আটলান্টিকও তাঁদের ডিজিটাল সোসাইটি ফর ইন্ডিয়া দর্শনে বিশ্বাসী, ১৩০ কোটি ভারতীয়ের জীবনে ডিজিটাইজেশন যে সমৃদ্ধি আনতে পারে তা আন্তরিকভাবে বিশ্বাস করে তারা। তাদের ৪০ বছরের আন্তর্জাতিক দক্ষতা ও প্রযুক্তিগত ক্ষেত্রে কৌশলগত অভিজ্ঞতা জিও-র উপকার করবে।

জিও-তে যেভাবে পরপর বিপুল অর্থের বিদেশি বিনিয়োগ হচ্ছে তাতে পরিষ্কার, বিনিয়োগকারীরা বিশ্বাস করছেন, অনলাইন থেকে অফলাইন- জিও এগিয়ে রয়েছে অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের থেকে। অল্পদিন আগে তারা শুরু করেছে অনলাইন রিটেল জিও মার্ট, হোয়াটসঅ্যাপে অর্ডার নিয়ে জিনিসপত্র সরবরাহ করছে। আবার বেশ কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, জিও হোয়াটসঅ্যাপের সুযোগ নিয়ে উইচ্যাটের মত সুপার অ্যাপ লঞ্চ করতে পারে। যদিও এর সম্ভাবনা কম, কারণ ফেসবুক এ ধরনের কাজ আন্তর্জাতিকভাবে কখনওই করেনি আর জিও-র ৪ ডজনেরও বেশি অ্যাপের নিজস্ব ইকোসিস্টেম রয়েছে।