ইসলামাবাদ: ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের নিয়ে নিজের পছন্দের ওয়ান ডে একাদশ গড়লেন রামিজ রাজা। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের দলে ব্যাটিং বিভাগে ভারতীয়দের ছড়াছড়ি। তবে বোলিং বিভাগে প্রাধান্য পাক তারকাদের। বোলারদের মধ্যে একমাত্র ভারতীয় হিসাবে আছেন অনিল কুম্বলে।


সুনীল গাওস্করের সঙ্গে ফেসবুক চ্যাটে রামিজ বলেছেন, ‘দলটা তৈরি করার আগে আমার ছেলের সঙ্গে আলোচনা করি। এত মহান ক্রিকেটারদের মধ্যে থেকে বেছে একটা দল গড়া খুব কঠিন কাজ। তবে আমার ছেলে বলে কাজটা সহজ। দলে ভারতীয় ব্যাটসম্যান আর পাক বোলার থাকবে।’

রামিজের দলে দুই ওপেনার বীরেন্দ্র সহবাগ ও সুনীল গাওস্কর। তিন থেকে ছয়ে বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় ও মহেন্দ্র সিংহ ধোনি। তবে জায়গা হয়নি সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

বোলারদের মধ্যে কুম্বলে ছাড়া আছেন ইমরান খান, ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস ও সাকলিন মুস্তাক। দলের অধিনায়ক করা হয়েছে ১৯৯২ বিশ্বকাপজয়ী ইমরানকে।

রামিজ রাজার দল: বীরেন্দ্র সহবাগ, সুনীল গাওস্কর, বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিংহ ধোনি, ইমরান খান, ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, অনিল কুম্বলে ও সাকলিন মুস্তাক।