নয়াদিল্লি: ১৯৭২ সালের যুদ্ধে নিহত পাকিস্তানি সেনা অফিসারের কাশ্মীরে সমাহিত ক্ষতিগ্রস্ত সমাধিস্থলের সংস্কার করল দিল ভারতীয় সেনা। এই প্রসঙ্গে ট্যুইটারে চিনার কোরের পক্ষ থেকে আরও লেখা হয়েছে. “একজন শহিদ সেনা, তিনি যে দেশেরই হোন না কেন, মৃত্যুর পর তাঁর সম্মান এবং মর্যাদা প্রাপ্য৷ ভারতীয় সেনাবাহিনী এই নীতিতেই বিশ্বাস করে।” ট্যুইটারে আরও লেখা হয়েছে, “ভারতীয় সেনার ঐতিহ্য এবং পরম্পরা মেনেই চিনার কোরের পক্ষ থেকে পাক সেনার মেজর জেনারেল সাবির খানের সমাধিস্থলের সংস্কার করে দেওয়া হল৷ ১৯৭২ সালের ৫ মে ভারতীয় সেনার সঙ্গে লড়াই করার সময় নওগাম সেক্টরে নিয়ন্ত্রণরেখার ফরওয়ার্ড লোকেশনে প্রাণ হারিয়েছিলেন তিনি৷”


ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, পাক অফিসার সাবির খান সিতারা-এ-জুরত সম্মানের অধিকারী ছিলেন, যা পাক সেনায় তৃতীয় সর্বোচ্চ সম্মান। পাকিস্তানি সেনা হলেও দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাই ভারতে তাঁর সমাধি হলেও সম্মান পাওয়ার যোগ্য তিনি। তাই জম্মু কাশ্মীরের নওগাম সেক্টরে পাক অফিসারের ভাঙাচোরা কবর নতুন করে সাজিয়ে দিয়েছে ভারতীয় সেনা।
হতেই পারেন শত্রু, কিন্তু নিজের জন্য নয়, প্রাণ দিয়েছেন দেশের জন্য, এই আদর্শগত অবস্থান থেকেই রীতিমতো নজির গড়ে পাকিস্তানি মেজরের সমাধিস্থল সংস্কার করল ভারতীয় সেনা। ভারতীয় সেনা দেখাল এমনকী শত্রুপক্ষ হলেও বীরকে তাঁরা সম্মান করতে জানে।