কলকাতা: কথায় বলে, মিয়াঁ-বিবি রাজি তো কেয়া করেগা কাজি। আর বাস্তব প্রমাণ করে দিল, মিয়াঁ-বিবি রাজি থাকলে বাধা হতে পারে না করোনাও।


পাত্র-পাত্রী মুখোমুখি। দু’জনের মধ্যে দূরত্ব প্রায় ৪০০ কিলোমিটার। তা সত্ত্বেও এক হল দুই মন। শুক্রবার কাটোয়ার বাসিন্দা মির আবু তালেব আলির সঙ্গে বিয়ে হল সাহারাম ফতেমার। ভার্চুয়াল মাধ্যমেই মিলে গেল কুয়েত এবং কাটোয়া।


অতিমারীর যুগে পড়াশোনা থেকে শুরু করে কাজ-কারবার, এমনকি দুর্গাপুজোর উদ্বোধন ভার্চুয়াল হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হল বিয়ে। ভার্চুয়াল বিয়ে।


পাত্রের পরিবার সূত্রে খবর, ২০১৮-য় ভেলোরে চিকিৎসা করাতে গিয়ে কুয়েতের বাসিন্দা সাহারামের সঙ্গে আলাপ হয় পাত্রের। দিদির চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন তরুণী। তখনই চোখে চোখে সেরে নেওয়া প্রাণের কথা।


এরপর ২০২০-র ফেব্রুয়ারিতে ভেলোরেই দু’ জনের এনগেজমেন্ট। এর মধ্যে করোনার থাবা। লকডাউনের জেরে আটকে যায় বিয়ে। বাংলাদেশের আদিবাড়িতে গিয়ে সপরিবারে আটকে যান পাত্রী।


অতিমারীর কারণে দূরে দূরে থাকলেও, মনের টান এড়াতে পারেননি কেউই। শেষমেশ, শুক্রবার কাটোয়া আর বাংলাদেশে বসে ভার্চুয়াল বিয়ের আসর।


পাত্র মির আবু তালেব আলি বললেন, অতিমারীর কারণে বিয়ে করতে যেতে পারিনি, তাই এই ব্যবস্থা। ওয়েব ক্যামে বিয়ে মিটে যাওয়ায় খুশি পরিবারের সদস্যরাও।


দেশ-কালের বেড়াজাল ভেঙে বিয়ে তো হল। তবে কবে সামনাসামনি দেখা হবে, কবে শুরু হবে একসঙ্গে পথ চলা, তার উত্তর এখনও অজানা।