কলকাতা: ভারতে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ তথা জেএমবি-র অন্যতম পান্ডা আবদুল করিম ওরফে বড় করিমকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ। গতকাল তাকে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হয়।
অভিযোগ, খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের পিছনে রয়েছে জেএমবি। সংগঠনের একাধিক সদস্য ইতিমধ্যে গ্রেফতার হয়েছে। গতকাল ধরা পড়ল জেএমবির মাথা সালাউদ্দিন সালাহিনের অন্যতম সঙ্গী আবদুল করিম। পুলিশ সূত্রে খবর, তাকে জেরা করে সালাউদ্দিনের খবর পাওয়া যেতে পারে। ধৃতের কাছ থেকে বেশ কিছু নথি, কাগজপত্র মিলেছে।
সূত্রের খবর, মুর্শিদাবাদে ছদ্মবেশে ছিল ওই জঙ্গি। তাতেও শেষরক্ষা হয়নি। আজ তাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হতে পারে।
জেএমবি পান্ডা আবদুল করিম মুর্শিদাবাদে গ্রেফতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 May 2020 09:26 AM (IST)
সূত্রের খবর, মুর্শিদাবাদে ছদ্মবেশে ছিল ওই জঙ্গি। তাতেও শেষরক্ষা হয়নি। আজ তাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হতে পারে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -