ওয়াশিংটন: লাদাখে চিনের সঙ্গে বিবাদ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মেজাজ ভাল নেই। ফোনে তাঁর সঙ্গে কথা বলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা জানিয়েছেন। এর আগে ভারত-চিন বিতর্কে মধ্যস্থতা করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, আমি প্রধানমন্ত্রী মোদিকে অত্যন্ত পছন্দ করি। তারপর বলেন, ভারত ও চিনের মধ্যে বড় অশান্তি চলছে। দুই দেশের জনসংখ্যা প্রায় ১.৪ বিলিয়ন করে। দুই দেশের সৈন্যও অত্যন্ত শক্তিশালী। সম্ভবত ভারত খুশি নয়, সম্ভবত চিনও খুশি নয়। তিনি কি ভারত-চিন বিবাদ নিয়ে চিন্তিত? ট্রাম্প বলেছেন, আমি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছি। চিনের সঙ্গে যা চলছে তাতে তাঁর মন একেবারে ভাল নেই।


বুধবার ট্রাম্প ভারত-চিন বিবাদ শেষ করতে মধ্যস্থতার প্রস্তাব দেন। বলেন, যদি দুই দেশ মনে করে, সমস্যা মেটাতে কারও মধ্যস্থতার প্রয়োজন আছে, তবে আমি তা করতে তৈরি। যদিও ভারত বুধবারই জানিয়ে দিয়েছে, তারা চিনের সঙ্গে সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধানে পক্ষপাতী। চিনও টুইট করে বলেছে, ভারত ও চিন নিজেদের মধ্যে আলোচনা করে বিবাদ মিটিয়ে ফেলবে, ট্রাম্পকে এ ব্যাপারে নিষ্প্রয়োজন।