ওয়াশিংটন: নির্বাচনে জিতে প্রথম ভাষণে বিভাজন ভুলে একতার বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন। তিনি বলেন, আপনারা যাঁরা প্রেসিডেন্ট ট্রাম্পকে ভোট দিয়েছিলেন, আপনাদের হতাশা আমি বুঝি। আমি নিজেও একাধিকবার ভোটে হেরেছি, কিন্তু আসুন আমরা একে অপরকে সুযোগ দিই।









বাইডেনের মতে, এখন বিবাদ সরিয়ে, উত্তাপ কমিয়ে একে অন্যের সঙ্গে সাক্ষাতের সময়। উন্নয়ন করতে হলে, বিরোধীদের শত্রু হিসেবে দেখলে চলবে না। সামনে লড়াই। ভাইরাসকে নিয়ন্ত্রণের যুদ্ধ। সমৃদ্ধি আনার লক্ষ্যে যুদ্ধ। আপনার পরিবারের স্বাস্থ্য সুনিশ্চিত করার যুদ্ধ, বর্ণবৈষম্যকে শিকড় থেকে তুলে ফেলার যুদ্ধ।









প্রেসিডেন্ট হিসেবে তিনি কোন কোন বিষয়কে অগ্রাধিকার দেবেন, তা এদিন স্পষ্ট করে দেন বাইডেন। জানান, সব কাজই শুরু হবে কোভিডকে নিয়ন্ত্রণে আনার মধ্যে দিয়ে। তিনি বলেন, অর্থনীতি মেরামত করতে পারব না, জীবনী শক্তি ফেরত পাব না, জীবনের মুহূর্তগুলিকে উপভোগ করতে পারব না, আমাদের সন্তান, নাতি-নাতনিদের জড়িয়ে ধরতে পারব না, জন্মদিন-বিয়ে-গ্র্যাজুয়েশনের অনুষ্ঠানও করতে পারব না, যতক্ষণ না এটা নিয়ন্ত্রণে আসছে। আমি সোমবার একদল বিজ্ঞানীর নাম ঘোষণা করব, যাঁরা বাইডেন-হ্যারিস কোভিড প্ল্যানিংয়ের ব্লু প্রিন্ট তৈরি করবেন। যা ২০ জানুয়ারি থেকে কার্যকর হবে। এই মহামারীকে প্রতিহত করতে আমি সবরকম চেষ্টা করব।