আরসিবি-র ইনিংসের পর হায়দরাবাদ জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় সানরাইজার্স। শ্রীবৎস গোস্বামী মহম্মদ সিরাজের বলে কোনও রান না করেই প্যাভিলিয়নের পথ ধরেন। এরপর ক্রিজে আসেন মণীশ। তাঁকে শুরুতে সতর্কতার সঙ্গে খেলতে দেখা যায়। এরইমধ্যে আরসিবি অধিনায়ক এগিয়ে এসে তাঁর মনঃসংযোগে ব্যাঘাত ঘটানোর জন্য স্লেজিং করেন। ঢিমে শুরু নিয়ে মণীশকে কটাক্ষ করেন কোহলি। এই কটাক্ষের মুখে কোনও জবাব দেননি মণীশ। মহম্মদ সিরাজের ওভারের দ্বিতীয় বলে ওই ঘটনা ঘটে। এরপর ওই ওভারের চতুর্থ বলেই মিড উইকেটের উপর দিয়ে উড়িয়ে দেন মণীশ সিরাজকে। এভারে বিশাল ছক্কা মেরে কোহলিকেও বিস্মিত করে দেন তিনি।
ওই ম্যাচে ২৪ রান করেন মণীশ। তিনি দ্রুত ফিরলেও দল অবশ্য দুই বল বাকি থাকতেই ১৩২ রানের লক্ষ্যে পৌঁছে জয় পায়।