ওয়াশিংটন: জো বাইডেন জিতে গিয়েছেন, তিনি হেরেছেন, এখনও মানতে রাজি নন ডোনাল্ড ট্রাম্প। প্রায় শেষ হয়ে আসা গণনাপর্বের যে পরিসংখ্যান প্রতিটি রাজ্য প্রকাশ করেছে, তাতে স্পষ্ট, ট্রাম্পকে অনেক পিছনে ফেলে বহু ভোটের লিড নিয়েছেন ডেমোক্র্যাট বাইডেন। হোয়াইট হাউসের মসনদের বৈধ দাবিদার তিনিই। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় স্বীকার করে নিতে অস্বীকার করছেন রিপাবলিকান ট্রাম্প।
মার্কিন টিভি চ্যানেলগুলি বাইডেনের জয় ঘোষণা করার পরও তিনি বলছেন, রাজ্যগুলি এখনও ফলাফল বৈধ বলে ছাড়পত্র দেয়নি এখনও এবং তিনি একাধিক স্তরে এই ফলকে আইনি চ্যালেঞ্জ জানিয়েছেন। বাইডেন নিজেকে ‘বিজয়ী বলে মিথ্যা ঘোষণা করতে ঝাঁপিয়ে পড়েছেন’ বলে কটাক্ষ করেছেন ট্রাম্প। বলেছেন, আমরা সবাই জানি., কেন জো বাইডেন ছুটে এসে মিথ্যা নিজেকে বিজয়ী ঘোষণা করছেন, কেন তাঁর সমর্থক মিডিয়া বন্ধুরা তাঁকে সাহায্য করতে এত পরিশ্রম করছে। ওরা চায় না, সত্য়িটা প্রকাশ পাক। সোজা কথায় বলতে গেলে, এই নির্বাচন শেষ হয়নি, এখনও অনেক কিছু বাকি।
গণনাপর্বে পিছিয়ে পড়া শুরু হতেই ট্রাম্প তা নিয়ে বারবার সংশয় প্রকাশ করে দাবি করেন, বৈধ ভাবে তা হচ্ছে না। তিনি আইনি চ্যালেঞ্জ জানাবেন। তাঁর পক্ষে পড়া সব ভোট গোনা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।