মুম্বই: দক্ষিণ আফ্রিকার এক সময়ের প্রবাদপ্রতিম ক্রিকেটার জন্টি রোডস জানিয়েছেন, রণবীর সিংহের গালি বয় তাঁর দুর্দান্ত লেগেছে। ছবি দেখে তিনি হেসেছেন, কেঁদেছেন, তাঁর রোম খাড়া হয়ে গিয়েছিল।

জন্টি টুইট করেছেন, অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে তাঁর গত বছর দেখা হয়, তখন থেকে তিনি গালি বয়-এর গান শুনে আসছেন। আর ১৬ তারিখ ভারত আসার সময় বিমানে প্রথম দেখেন ছবিটি। গালি বয় মুগ্ধ করেছে তাঁকে।


জবাবে সিদ্ধান্ত লিখেছেন, নিজেকে সৌভাগ্যবান মনে করছেন তিনি।


গালি বয়-এ রণবীর ছাড়া আছেন আলিয়া ভট্ট, পরিচালনা করেছেন জোয়া আখতার। ছবিতে মুম্বইয়ের বস্তিতে বেড়ে ওঠা এক যুবকের কথা বলা হয়েছে, শত প্রতিকূলতার মধ্যে যে র‍্যাপার হওয়ার স্বপ্ন দেখে।