বিজেন্দ্র সিংহ, জোশীমঠ : একের পর এক বাড়িতে ফাটল বাড়ছে। জোশী মঠের পরিস্থিতি যে কী ভয়াবহ, তা ধরা পড়ল এবিপি আনন্দর ক্যামেরায়। যেখানে যেখানে পৌঁছতে পেরেছে ক্যামেরা , সেখান থেকেই উঠে এসেছে ভয়ঙ্কর সব দৃশ্য!


ওপরের ওপরে হেলে পড়েছে হোটেল-দুটি


হোটেল মালারি ইন ও মাউন্ট ভিউ, পাশাপাশি দুটি হোটেল। ডানদিকে হোটেল মাউন্টভিউ। পাশে হোটেল মালারি ইন। একে ওপরের ওপরে হেলে পড়েছে হোটেল-দুটি। জোশীমঠে বিপর্যয়ের মুখে এমন অনেক হোটেল ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে প্রশাসন।


বাড়িগুলিতে রেড ক্রস


এই পরিস্থিতিতে  ভাঙা ছাড়া কোনও উপায় নেই। হোটেলের পিছনের দিকে ঘনবসতিপূর্ণ এলাকা রয়েছে। সেখানকার বাসিন্দাদের সরানো হয়েছে। দুর্ঘটনা এড়াতে হোটেলের এক একটা তলা ধীরে ধীরে ভেঙে সরানো হচ্ছে। বিপজ্জনক বাড়িগুলিতে রেড ক্রস দিয়ে চিহ্নিত করা হয়েছে। সেখান থেকে বাসিন্দাদের সরানো হয়েছে। 


জোশীমঠকে রক্ষা করা সম্ভব?


এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, কীভাবে জোশীমঠকে রক্ষা করা সম্ভব? কার্যত সম্ভব নয়, এমনটাই মনে করছেন বহু বিশেষজ্ঞ। অন্যদিকে, পরিবেশবিদ রবি চোপড়া মনে করছেন, ' শিমলা থেকে শিলং অবধি পাহাড় যেটা আছে, নির্মাণগুলো নিয়ন্ত্রণ মাউন্টেন টাউনশিপ প্ল্যানিং করা উচিত। '


শুক্রবার দেহরাদুনে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী ক্যাবিনেট বৈঠক করবেন। ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। জোশীমঠের পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।


হঠাৎ হঠাৎ বৃষ্টি


এরই মধ্যে হঠাৎ হঠাৎ বৃষ্টি চিন্তা বাড়াচ্ছে! বৃষ্টির জলে নরম হচ্ছে মাটি! ফলে ফাটলের মধ্যে ধসের আশঙ্কা প্রবল হচ্ছে! প্রশ্ন হচ্ছে, জোশীমঠের আকাশ থেকে বিপদের এই মেঘ কাটবে কবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। 


অন্যদিকে আবার,  জোশীমঠে বাড়ছে ফাটল। তার মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল পাশের জেলা উত্তরকাশী। রাত ২.১২ নাগাদ উত্তরকাশীতে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ২.৯। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর নেই, তবে জোশীমঠের অবস্থা দেখে সবাই ভয় পাচ্ছে যে ভূমিকম্পের সামান্য কম্পনও বড় ধরনের ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে। প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা সতর্ক অবস্থানে রয়েছেন।           


আরও পড়ুন : 


এবার ভূমিকম্পে কেঁপে উঠল পাশের জেলা উত্তরকাশী, আতঙ্ক বাড়ছে জোশীমঠের