পশ্চিম বর্ধমান: ২১-এর বিধানসভা ভোটের আগে দলকে চাঙ্গা করতে ফের বাংলায় আসছেন জে পি নাড্ডা। দলের সর্বভারতীয় সভাপতির সঙ্গে বৈঠকে বসার আগে তার প্রস্তুতিও শুরু করে দিয়েছে বিভিন্ন জেলা বিজেপি নেতৃত্ব। ৬ নভেম্বর ২ দিনের সফরে রাজ্যে আসছেন নাড্ডা। প্রথম দিনে বর্ধমানে, সাত সাংগঠনিক জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। সেখানে যোগ দেবেন বীরভূম, বাঁকুড়া, বিষ্ণুপুর, পূর্ব বর্ধমান, বর্ধমান সদর, আসানসোল, পুরুলিয়া সাংগঠনিক জেলার নেতারা। তার প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার দুর্গাপুরে, বিজেপির জেলা সদর দফতরে বৈঠকে বসে সাত সাংগঠনিক জেলার নেতৃত্ব। উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় যুগ্ম সাধারণ সম্পাদক শিবপ্রকাশ, রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়ও। ২০১৯-এর লোকসভা নির্বাচনে পশ্চিম বর্ধমানের দুই লোকসভা কেন্দ্রেই জিতেছে বিজেপি। বিধানসভা ভোটেও সেই ধারা অব্যাহত থাকবে বলে আত্মবিশ্বাসী পদ্ম শিবির। রাজ্য বিজেপি সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, এই ৭টি সাংগঠনিক জেলায় পড়ছে ৫৭ বিধানসভা আসন। লোকসভার নিরিখে ৫৭টিতেই আমরা ভাল ফল করেছি। সবগুলিই জিতব। জায়গায় জায়গায় বিজেপির লোককে খুন, সন্ত্রাস সৃষ্টি করছে মমতা-অভিষেকের নেতৃত্বে, মানুষ পাশে নেই, তাই হুমকি-খুন। পাল্টা তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমানের সভাপতি জিতেন্দ্র তিওয়ারির কটাক্ষ, নাড্ডা বা যে-ই আসুক, গাড্ডায় পড়ে, এই রাজ্যের মানুষ মমতার পাশে আছে, হুমকির প্রয়োজন পড়ে না। বিজেপি সূত্রে খবর, নাড্ডার বৈঠকের পর রাজ্যে আসতে পারেন অমিত শাহ।
আসছেন নাড্ডা, ৭ জেলার নেতৃত্বের বৈঠকে বিজেপির দাবি, ৫৭ আসনেই জিতব, যে-ই আসুক, গাড্ডায় পড়ে! কটাক্ষ তৃণমূলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Oct 2020 12:50 PM (IST)
২১-এর বিধানসভা ভোটের আগে দলকে চাঙ্গা করতে ফের বাংলায় আসছেন জে পি নাড্ডা। দলের সর্বভারতীয় সভাপতির সঙ্গে বৈঠকে বসার আগে তার প্রস্তুতিও শুরু করে দিয়েছে বিভিন্ন জেলা বিজেপি নেতৃত্ব। ৬ নভেম্বর ২ দিনের সফরে রাজ্যে আসছেন নাড্ডা।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -