Judge Frank Caprio: বিচারক মানেই গুরুগম্ভীর ভাব, অপরাধীদের জন্য বিন্দুমাত্র ক্ষমা নেই মনে, কঠিন সিদ্ধান্ত নিয়ে দু'বার ভাবেন না- এমন চিত্রের সঙ্গেই আমরা পরিচিত। তবে এই ধ্যান-ধারণা ভেঙে দিয়েছিলেন ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও। আমেরিকান বিচারক ফ্যাঙ্ক ক্যাপ্রিও ছিলেন Rhode দ্বীপের মিউনিসিপাল জাজ। অবসর নিয়েছিলেন অনেকদিন। দীর্ঘ সময় ধরে ভুগছিলেন প্যাংক্রিয়াসের ক্যানসারে। শেষ পর্যন্ত ৮৮ বছর বয়সে জীবনাবসান হয়েছে এই বিচারকের। 

ন্যায়বিচারের প্রতি বরাবরই সহানুভূতিশীল ছিলেন বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও। কাঠগড়ায় থাকা অপরাধীদের প্রতি তাঁর নরম মনোভাব, সহানুভূতিশীল আচরণের জন্যই জনপ্রিয় হয়েছিলেন তিনি। রায় দানের সময়েও দয়া দেখাতেন এই বিচারক। একটি টেলিভিশন সিরিজ Caught in Providence- এও ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও-র চরিত্র রিল লাইফে ছিল একদম রিয়েলের মতোই। বাস্তবে বিচারক ক্যাপ্রিও যেমন ছিলেন, এই টেলি সিরিজেও দেখানো হয়েছিল অপরাধীদের প্রতি যথেষ্টই সহানুভূতিশীল তিনি। বিচারক ফ্র্যান ক্যাপ্রিও বলতেন, তাঁর আদালতে মানুষ এবং মামলা, সবই দেখা হবে দয়া এবং সহানুভূতি-করুণার সঙ্গে। 

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ছিলেন আমেরিকার এই বিচারক, মৃত্যুর আগে হাসপাতালের বিছানায় শুনে ইনস্টাগ্রামে দিয়েছিলেন বার্তা 

২০২৩ সাল থেকে প্যাংক্রিয়াসের ক্যানসারে ভুগছিলেন ফ্র্যাঙ্ক। ২০২৪ সালে তিনি জানিয়েছিলেন একটি থেরাপি সম্পূর্ণ করেছেন। তবে সম্প্রতি তাঁর শরীর আবার অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি হতে হয় বিচারককে। সোশ্যাল মিডিয়ায় শেষবার বার্তা দিয়েছিলেন নিজের ইনস্টাগ্রাম এবং ফেসবুক থেকে। ভিডিওতে দেখা গিয়েছে হাসপাতালে বিছানায় শুয়ে রয়েছেন ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও। তাঁকে বলতে শোনা গিয়েছে, 'গত বছর আমি আপনাদের বলেছিলাম আমার জন্য প্রার্থনা করতে। এটা নিশ্চিত যে আপনারা তা করেছেন, কারণ আমি কঠিন সময় পেরিয়ে এসেছি। দুর্ভাগ্যবশত আমায় আবার হাসপাতালে ফিরে আসতে হয়েছে। আমি আবার আপনাদের বলছি আরও একবার আমার জন্য প্রার্থনা করুন। অনুরোধ করছি আপনারা নিজেদের প্রার্থনায় আমায় স্মরণ করুন। আমি প্রার্থনার শক্তিতে বিশ্বাস করি। আমার মনে হয় সর্বশক্তিমান ঈশ্বর আমাদের দেখছেন। তাই আমায় স্মরণ করুন নিজেদের প্রার্থনায়।' 

মৃত্যুর কয়েক সপ্তাহ আগেও সকলের কাছে অনুরোধ করেছিলেন, সবাই যেন তাঁর জন্য প্রার্থনা করেন। কারণ সকলের প্রার্থনা তাঁর শক্তি, ইচ্ছে বাড়িয়ে তোলে। তবে শেষরক্ষা হল না। দীর্ঘ দিন ধরে চলতে থাকা ক্যানসারের সঙ্গে যুদ্ধে হার মানলেন আমেরিকান বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও।