নয়াদিল্লি: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি একটি সাক্ষাৎকারে দাবি করেন, বেজিংকে ঠেকানোর দায়ে ওয়াশিংটনের আজ্ঞাবহ হয়েছে দিল্লি। আমেরিকাসহ পশ্চিমী রাষ্ট্রগুলো চিনের উত্থান ঠেকাতে ‘প্রক্সি’ হিসেবে ভারতকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেছিলেন তিনি। এ নিয়ে তাঁকে যোগ্য জবাব দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
ইমরান বলেন, ‘‘চিনই একমাত্র দেশ যারা বরাবর আমাদের পাশে থেকেছে। তাই পাকিস্তানের ভবিষ্যৎকে চিনের ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে নিয়েছি আমরা।’ ইমরানের অভিযোগ প্রসঙ্গে জয়শঙ্কর কার্যত তুলোধোনা করেছেন তাঁকে। তাঁর জবাব, ‘যাঁরা এমন কথা বলেন, তাঁরা সম্ভবত নিজেদের দেশের ইতিহাসটাই ব্যাখ্যা করেন।’ তাঁর খোঁচা, কয়েক দশক ধরে আমেরিকার অনুগত হয়ে থাকার পরে গত এক দশকে পাকিস্তান সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে চিনের হাতের পুতুলে পরিণত হয়েছে। কিন্তু ভারত বরাবরই তার স্বকীয় চরিত্র বজায় রেখেছে। জয়শঙ্করের বক্তব্য, ভারত কখনওই আমেরিকা বা অন্য কোনও দেশের হাতের পুতুল ছিল না, ভবিষ্যতেও হবে না।
সাম্প্রতিককালে কূটনৈতিক ময়দানে এভাবে জবাব দেওয়ার ট্রেন্ড জারি রয়েছে। ভারতের একের পর এক মন্ত্রী ও উচ্চপদস্থ সচিবরা বার বার মুখের উপর জবাব দিচ্ছেন পাকিস্তানকে। জয়শঙ্কর এই বক্তব্যের সময় কার্যত বুঝিয়ে দিয়েছেন যে, আমেরিকার টাকার মুখাপেক্ষী হয়ে এককালে ঋণের জন্য কিভাবে সেদেশের তাঁবেদারি করেছে পাকিস্তান। সন্ত্রাসবাদ ও লাদেনের ধরা পড়ার পর থেকে সেই ছবি যদিও পাল্টাতে শুরু করে দক্ষিণ এশিয়ায়।
জয়শঙ্কর বলেন, ভারত একটি সভ্য দেশ। এদেশের ইতিহাস দুটি কঠিন শতক দেখেছে। তারপর স্বাধীনতা এসেছে। তিনি বলেন, অনেকেই এমন মনে করেন যে, তাঁরা যা করেছেন অন্যরাও তাইই করবে। ভারতের নিজস্ব চরিত্র রয়েছে। আর তা ভারত ধরে রাখে, বলে মন্তব্য করেছেন তিনি।
'আপনারা আমেরিকার তাঁবেদার ছিলেন, দিল্লি নয়’, ভারত-মার্কিন সম্পর্ক প্রসঙ্গে ইমরানকে তুলে ছক্কা জয়শঙ্করের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Aug 2020 02:32 PM (IST)
জয়শঙ্কর এই বক্তব্যের সময় কার্যত বুঝিয়ে দিয়েছেন যে, আমেরিকার টাকার মুখাপেক্ষী হয়ে এককালে ঋণের জন্য কিভাবে সেদেশের তাঁবেদারি করেছে পাকিস্তান। সন্ত্রাসবাদ ও লাদেনের ধরা পড়ার পর থেকে সেই ছবি যদিও পাল্টাতে শুরু করে দক্ষিণ এশিয়ায়।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -