কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি বলেছেন, নির্ভয়াকাণ্ডের অপরাধীদের ফাঁসি প্রতিটি ক্রিমিনালকে এই কঠোর বার্তা দিল যে, একদিন না একদিন আইন তোমায় ধরে ফেলবেই। নির্ভয়া শেষ পর্যন্ত ন্য়য়বিচার পেল, তাই আজকের দিনটাকেও অভিনন্দন জানাতে চাই।
নারী ও শিশুকল্যাণমন্ত্রীর পাশাপাশি জাতীয় মহিলা কমিশনের প্রধান রেখা শর্মা, দিল্লি মহিলা কমিশনের শীর্ষ পদে আসীন স্বাতী মালিওয়ালও সন্তোষ প্রকাশ করেছেন। এনসিডব্লু চেয়ারপার্সন রেখা শর্মা দীর্ঘ আইনি লড়াই শেষে এবার নির্ভয়ার আত্মা চিরশান্তি পাবে বলে মন্তব্য করে লিখেছেন, একটা দৃষ্টান্ত তৈরি হল আজ, যা হয়তো আগেও হতে পারত। এখন অপরাধীরা জানবে যে, শাস্তি পেতেই হবে। শাস্তি প্রলম্বিত করা যেতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তা হবেই।