কলকাতা : কলকাতা হাইকোর্টে নতুন প্রধান বিচারপতি নিয়োগ। হাইকোর্টের অন্যতম সিনিয়র বিচারক রাজেশ বিন্দালকে পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আগামী ২৯ এপ্রিল থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন।
আইন মন্ত্রকের তরফে আজ এক বিবৃতিতে জানানো হয়েছে, সংবিধানের ২২৩ ধারায় নিজের ক্ষমতা প্রয়োগ করে দেশের রাষ্ট্রপতি কলকাতা হাইকোর্টের অন্যতম সিনিয়র বিচারক রাজেশ বিন্দালকে প্রধান বিচারপতি নিয়োগ করেছেন। বিচারপতি থোট্টাথিল ভাস্করণ নায়ের রাধাকৃষ্ণণের অবসরের পর ২৯ এপ্রিল থেকে দায়িত্বভার নেবেন তিনি।
বিচারপতি রাজেশ বিন্দাল বি.কম ও এল এল বি। ১৯৮৫ সালের ১৪ সেপ্টেম্বর থেকে আইনজীবী হিসাবে যাত্রা শুরু করেন। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট এবং সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে করারোপণ, সাংবিধানিক, সিভিল ও পরিষেবা মামলা প্র্যাক্টিস করেছেন।
মূলত ট্যাক্সেশন বিশেষজ্ঞ তিনি। এর পাশাপাশি আই টি দপ্তর এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন সংস্থার স্ট্যান্ডিং কউন্সেল হিসাবে কাজ করেছেন তিনি।
২০০৬ সালের ২২ মার্চ তিনি পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের স্থায়ী বিচারক নিযুক্ত হন। এরপর ২০১৮ সালের ১৯ নভেম্বর কেন্দ্রীয় শাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখের কমন হাইকোর্টের বদলি হন। এরপর জম্মু ও কাশ্মীর এবং লাদাখের কমন হাইকোর্টের কার্যকরী প্রধান বিচারপতি নিযুক্ত হন ২০২০ সালের ৯ ডিসেম্বর। ২০২১ সালের ৫ জানুয়ারি তাঁকে কলকাতা হাইকোর্টে বদলি করা হয়।